X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঈদের ছুটিতে নেপালে!

নওরিন আক্তার
২৩ জুন ২০১৭, ১৯:০০আপডেট : ২৩ জুন ২০১৭, ২০:০৯

আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে ঈদের ছুটি। ঈদের ছুটিতে অনেকেই পরিবার অথবা বন্ধুদের নিয়ে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেন। যদি এই ঈদে নেপালে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে তবে প্রয়োজনীয় কিছু তথ্যের পাশাপাশি জেনে নিন কোথায় কোথায় ঘুরবেন- 

অপরূপ সৌন্দর্যের নেপাল

কেনাকাটা করতে থামেলে
আপনি যদি কেনাকাটা করতে ভালোবাসেন, তবে কাঠমান্ডুর থামেল আপনার জন্যই! এখানে সারি সারি রঙিন দোকানে সাজানো অসংখ্য গয়না, সুভিন্যির, ঘর সাজানোর পণ্য থেকে পছন্দ মতো উপহার কিনতে পারবেন। তবে দরদাম করতে হবে প্রচুর।

থামেল

ঐতিহ্যের ধারক দরবার স্কয়ার
কাঠমান্ডু শহরের প্রাণকেন্দ্র বলা হয় দরবার স্কয়ারকে। হাজার বছরের পুরনো প্রাসাদ, মন্দির, মঠসহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা দেখে চলে যেতে পারেন এখানে।

দরবার স্কয়ার

অপরূপ সৌন্দর্যের নাগরকোট
হঠাৎ আসা পাহাড়ি বৃষ্টির ছিটেফোঁটা গায়ে মাখতে মাখতে এক কাপ চা খেতে চাইলে চমৎকার শান্ত শহর নাগরকোটে চলে যেতে পারেন। কাঠমান্ডু থেকে ৩২ কিলোমিটার পূর্বে অবস্থিত নাগরকোট। মেঘ ও পাহাড়ের মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ ধরে চলতে চলতে উপভোগ করতে পারবেন অসাধারণ সব প্রাকৃতিক সৌন্দর্য। হিমালয়ের চূড়াও দেখতে পারবেন আকাশ পরিষ্কার থাকলে। 

 

নাগরকোট

সূর্যোদয় দেখতে সারাংকোট 

সারাংকোট একটি পর্বত চূড়া। পৃথিবীর অন্যতম সুন্দর সূর্যোদয় দেখা যায় এখান থেকে। নতুন দিনের অস্তিত্ব এখানে জানান দেয় বরফের পাহাড়! সূর্য উঁকি দেওয়ার আগেই কমলা, হলুদ রংয়ে রাঙতে শুরু করে ধবধবে সাদা অন্নপূর্ণা। এই দৃশ্য দেখতে প্রতিদিনই হাজার হাজার পর্যটক ভিড় করেন সারাংকোটে। ফিশ টেইল বা মৎস্যপুচ্ছ দেখা যায় এখান থেকেই।

সারাংকোট থেকে সূর্যোদয়

শান্তির খোঁজে ওয়ার্ল্ড পিচ প্যাগোডায়
পাহাড়ের চূড়ায় অবস্থিত এই বৌদ্ধ মন্দিরে গেলে প্রকৃত অর্থেই খুঁজে পাবেন শান্তি। চমৎকার স্থাপত্য কর্মের পাশাপাশি পাহাড়ের চূড়া থেকে সবুজ প্রকৃতির মন মাতানো দৃশ্য মুগ্ধ করবে আপনাকে।

ওয়ার্ল্ড পিচ প্যাগোডা

পোখারা
নেপালের রানী বনা হয় পোখারাকে। কাঠমান্ডু থেকে ২০৩ কিলোমিটার দূরে অবস্থিত পোখারায় না গেলে অপূর্ণ থেকে যাবে নেপাল ভ্রমণ। ফেউয়া লেক ঘিরে গড়ে উথেছে সাজানো গোছানো চমৎকার এই শহরটি। আকাশ থেকে ফেউয়া লেক ও প্রকাণ্ড সব পাহাড় দেখতে দেখতে করে ফেলতে পারেন প্যারাগ্লাইডিংও।   

পোখারা

প্রয়োজনীয় তথ্য

  • নেপালে যাওয়ার আগেই থাকার ব্যবস্থা করে যাবেন।
  • এখানে প্রচুর দরদাম করতে হয়। যাতায়াত থেকে শুরু করে পণ্য কেনা এমনকি ডলার ভাঙাতেও করতে হবে দরদাম। নাহলে ঠকবেন পদে পদে।
  • দর্শনীয় জায়গায় ভ্রমণের ব্যাপারে যে হোটেলে থাকবেন সেখান থেকে প্রয়োজনীয় সহায়তা পাবেন।    

নাগরকোটে পাবেন এমন চমৎকার প্রাকৃতিক দৃশ্য

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের