X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কুমিল্লার ঈদ বাজার : ‘খাদি’ চাহিদার শীর্ষে

কুমিল্লা প্রতিনিধি
২৪ জুন ২০১৭, ১৫:৫৪আপডেট : ২৪ জুন ২০১৭, ১৭:১৪

কুমিল্লার ঈদ বাজার : ‘খাদি’ চাহিদার শীর্ষে
কুমিল্লায় ঈদ বাজারের শেষ দিকে ঐতিহ্যবাহী খাদি কাপড়ের পাঞ্জাবি ও পোশাকের বিকিকিনি এবং চাহিদার শীর্ষে রয়েছে। এ ছাড়া দৃষ্টি নন্দন, আরামদায়ক এবং কম দাম হওয়ায় খাদি কাপড়ের থ্রি-পিস ক্রয় করছেন পুরুষ ও মহিলারা। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা খাদি কাপড় কিনছেন ঐতিহ্যের স্মারক হিসেবে।

নগরের রাজগঞ্জ, মনোহরপুর, কান্দিরপাড় ও লাকসাম সড়কের অর্ধশতাধিক খাদি পণ্যের দোকানে প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ করা যাচ্ছে।

সরেজমিন বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, ঈদ উপলক্ষে মানসম্মত খাদি পণ্যের প্রতি ক্রেতাদের চাহিদা বাড়ছে। এর মধ্যে তরুণদের পছন্দের শীর্ষে রয়েছে শর্ট পাঞ্জাবি। মেয়েদের কাছে শর্ট ফতুয়া ও থ্রিপিসের চাহিদা একটু বেশি। শিশুদের ফতুয়াও বিক্রি হচ্ছে দেদার। সেই সঙ্গে খদ্দরের বাটিকের শাড়ি, থান কাপড়, বেডশিট বা বিছানার চাদর, জানালার পর্দার কাপড়ও ভালো বিক্রি হচ্ছে। এ ছাড়া রোজার শুরুর দিকে অনেকেই খাদির পাঞ্জাবি ও ফতুয়া কিনে বিদেশে থাকা তাদের স্বজনদের জন্য পাঠিয়েছেন।

তবে চাহিদা বাড়লেও সেই তুলনায় দাম তেমন বাড়েনি বলে বিক্রেতারা যেমন দাবি করেন, তেমনি ক্রেতাদেরও কোনও অভিযোগ নেই।

সাদা এবং রঙিন পাঞ্জাবি বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ১২শ’ টাকা। থ্রি-পিসের দাম ৫শ’ থেকে ১০০০ টাকা। শার্ট ৪শ’ থেকে ৫শ’ টাকা। ফতুয়া ৪শ’ থেকে ৬শ’ টাকা। এছাড়া রয়েছে বিছানার চাদর, গায়ের চাদর, ছোটদের প্যান্ট শার্টসহ বিভিন্ন পোশাক।

কুমিল্লা মহানগরীর মনোহরপুর ও লাকসাম রোডে খাদিপণ্য বিক্রির পুরাতন দোকানগুলোর পাশাপাশি অনেক নতুন দোকান গড়ে উঠেছে।

এক সময় হাতে তৈরি হতো মোটা খাদি কাপড়। সেই মোটা কাপড় এখন মিহি হয়েছে। কাপড়ে লেগেছে নান্দনিকতার ছোঁয়া। কুমিল্লার খাদি এখন শৈল্পিকতার ছোঁয়ায় দেশ-বিদেশে সমাদৃত হয়ে আসছে। খাদির কাপড় যাচ্ছে আমেরিকা,ইংল্যান্ড,মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে। এ সুনাম অর্জিত হয়েছে বহু বছর ধরে অনেক কারিগর আর ব্যবসায়ীর অক্লান্ত পরিশ্রমে। খাদি কাপড়ের সঙ্গে এখন কয়েকটি দিক জড়িত রয়েছে। তা হচ্ছে তাঁতি, সুতা কাটুনী, ব্লক কাটার ও রঙের কারিগর। সবাই মিলে তৈরি করেন নান্দনিক খাদি কাপড়। বর্তমানে কুমিল্লা জেলায় দেড় হাজার পরিবার এই পেশায় জড়িত। মহানগরে খাদি কাপড়ের দোকান রয়েছে শতাধিক।

কুমিল্লার ঈদ বাজার : ‘খাদি’ চাহিদার শীর্ষে খাদি শিল্পের প্রসারে উল্লেখ্যযোগ ভূমিকা রেখেছেন কুমিল্লা মহানগরের খাদি ঘরের তরুণী মোহন রাহা, খাদি কুটির শিল্পের শংকর সাহা, খাদি ভবনের দীনেশ দাশ, বিশুদ্ধ খদ্দরের মনমোহন দত্ত ও রাম নারায়ণ ষ্টোরের কৃষ্ণ সাহা। 

আমেরিকা প্রবাসী আকিলা রাব্বী জানান, তিনি প্রায় প্রতি বছর দেশে আসেন। দেশে এলে খাদির শার্ট, ফতুয়া পাঞ্জাবি ও থ্রি-পিস ক্রয় করেন। তিনি আমেরিকায় স্বজনদের জন্য কুমিল্লার ঐতিহ্যের খাদি কাপড় নিয়ে যান।

কুমিল্লা মহানগরীর খাদি কাপড়ের প্রবীণ ব্যবসায়ী খাদিঘরের স্বত্ত্বাধিকারী প্রদীপ কুমার রাহা বলেন, এবারের ঈদে রং ও বৈচিত্র্যে একটু ঢং আনার কারণে খাদির শর্ট পাঞ্জাবি কেনার ধুম পড়েছে।

/এফএএন/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট