X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

স্কলাস্টিকা প্রাঙ্গণে ‘দ্য ফ্রগ’

আজরাফ আল মূতী
০৩ মার্চ ২০১৮, ১৭:০৬আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৭:১৪

স্কলাস্টিকা প্রাঙ্গণে ‘দ্য ফ্রগ’ রাজধানীর স্কলাস্টিকা স্কুলে মঞ্চস্থ হলো গ্রিক নাট্যকার অ্যারিস্টোফেনস রচিত নাটক ‘দ্য ফ্রগ’। স্কলাস্টিকার ড্রামা অ্যান্ড মিউজিক ক্লাবের আয়োজনে এর মিরপুর শাখায় অনুষ্ঠিত হয় নাটকটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও নির্দেশক মাসুম রেজা।

নাটক মঞ্চস্থ হওয়ার আগে মাসুম রেজা নিজ বক্তব্যে জানান, “আমি এ নাটকটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং স্কলাস্টিকাকে ধন্যবাদ জানাই শিক্ষার্থীদের জন্য এতো সুন্দর নিজস্ব একটি ক্যাম্পাস তৈরি করে দেওয়ার জন্য। আমাদের প্রায়ই বিভিন্ন স্থানে নাটক মঞ্চস্থ করতে গিয়ে প্রথম যে প্রতিবন্ধকতাটির শিকার হতে হয় তা হল ভালো অডিটোরিয়াম ও মঞ্চের অভাব, সে প্রতিবন্ধকতাটি এখানে নেই।” এরপর অ্যারিস্টেফেনস ও তার রচিত নাটকের বৈশিষ্ট্য সম্পর্কে উপস্থিত দর্শকদের সংক্ষিপ্ত ধারণা দিয়ে নিজ বক্তব্য শেষ করেন মাসুম রেজা। বক্তব্য শেষে তার হাতে স্কুলের পক্ষ থেকে ফুলের তোড়া ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আরও বক্তৃতা করেন স্কুলের সিনিয়র ভাইস প্রিন্সিপাল ফারাহ্ সোফিয়া আহমেদ ও ভাইস-প্রিন্সিপাল মিতা কাদের।

আনুষ্ঠানিকতা শেষে স্কলাস্টিকা শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে শুরু হয় নাটক দ্য ফ্রগ। সানী ঘোষের নির্দেশনায় নাটকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নেয়। অন্যান্যের মধ্যে বিভিন্ন চরিত্রে অভিনয়ে করে শাফকাত ওয়াহিদ প্রিতম, আনিকা ফাইরুজ, সারিনা রহমান, আলিসা নওয়ার, সিদরাতুল মুমতাহা, রাফিয়া তাসনিম ও প্রমি তাহসিন প্রমূখ।

শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণবন্ত অভিনয়, মঞ্চ আলোকসজ্জা এবং গল্পের হাস্যরসে মুগ্ধ হন দর্শকরা। দর্শক সারিতে অভিভাবক থেকে শুরু করে স্কুলটির পরিচালনা কমিটি, শিক্ষক এবং স্কলাস্টিকার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বিপুল সংখ্যক অভিভাবক ও ছাত্রছাত্রী নাটকটি উপভোগ করে।   

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়