X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নতুন লাইফস্টাইল ব্র্যান্ডের পথচলা শুরু

লাইফস্টাইল ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২০, ১১:৩০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১১:৩০

নতুন লাইফস্টাইল ব্র্যান্ড ‘আমিরা’ যাত্রা শুরু করেছে রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে। একই সাথে রাজধানীর ওয়ারীতেও আমিরা ব্র্যান্ডের আরেকটি শো-রুমের যাত্রা শুরু হয়েছে। এছাড়াও শিগগিরই রাজধানীর উত্তরা, গুলশান, ধানমন্ডি, মিরপুর এবং চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লায় শো-রুম উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

নতুন লাইফস্টাইল ব্র্যান্ডের পথচলা শুরু

 

এক্সপেরিয়েন্স ডিজাইন লিমিটেড-এর নতুন ব্র্যান্ড ‘আমিরা’ এর জমকালো উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিয়া মাকসুদ আহমদ ও পরিচালক মিস জয়নব মাকসুদ, আমন্ত্রিত বিশেষ অতিথি, মডেল, ইনফ্লুয়েন্সার এবং প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বের সমকালীন পোশাক শৈলী এবং স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে তৈরি পোশাকের বিশাল সংগ্রহ ও ক্রেতাদের পোশাকে নতুনত্ব খুঁজে পাওয়ার স্বাধীনতা এনে দেওয়ার লক্ষ্যে কাজ করছে আমিরা। বাংলাদেশ, যুক্তরাজ্য এবং ইথিওপিয়াভিত্তিক পোশাক, টেক্সটাইল, আনুষাঙ্গিক উপকরন ও প্রযুক্তি নিয়ে কাজ করা বহুজাতিক রপ্তানিকারক প্রতিষ্ঠানের নতুন ভেঞ্চার হলো আমিরা ব্র্যান্ড, যার নেতৃত্বে আছেন তরুণদের ক্ষমতায়ন ও অনুপ্রেরণায় কাজ করে যাওয়া একজন সফল নারী উদ্যোক্তা। 

এক্সপেরিয়েন্স ডিজাইন লিমিটেড (আমিরা) এর ব্যবস্থাপনা পরিচালক মিয়া মাকসুদ আহমদ বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি ও বাজার নিয়ে বিশদ গবেষণা করে আমাদের প্রতিটি পণ্যের ডিজাইনিংয়ের কাজ করা হয়েছে, যাতে আমাদের ক্রেতারা তাদের বৈচ্যিত্রধর্মী পছন্দের সবকিছু এখানে পান। আমরা এমন সব পোশাকের সংগ্রহশালা নিয়ে এসেছি যা শুধু সাশ্রয়ীই হবে না সেসঙ্গে ইউনিক এবং ট্রেন্ডিও হবে।’

এক্সপেরিয়েন্স ডিজাইন লিমিটেড (আমিরা) এর পরিচালক জয়নব মাকসুদ বলেন, ‘সর্বোচ্চ গুণগত মানের পাশাপাশি আমরা সমসাময়িক ট্রেন্ডকে প্রাধান্য দিয়েছি, যা ক্রেতাদের কাছে অনেক আকর্ষণীয় ও স্টাইলিশ মনে হবে। আর সেজন্য আমরা নিজস্ব ডিজাইনিং, প্রিন্টিং ও ম্যানুফেকচারিং এর ক্ষেত্রে প্রতিটি পোশাকে উন্নত মানের কাপড় ব্যবহার করেছি।’

সদ্য চালু হওয়া আমিরা’র শো-রুমগুলোতে কামিজ, ওড়না, ট্রাউজার, কুর্তি, স্কার্ফ/ওড়না, অ্যাকসেসরিজ, সিল্ক টিউনিকস, এথনিক ফ্রকস, ফিউশন টপস, এমব্রয়ডারি লেগিংস, ফরমাল/ক্যাজুয়াল শার্ট, ট্যাঙ্ক টপস, ডেনিম ও ফরমাল প্যান্ট এবং ছেলেদের ফরমাল/ক্যাজুয়াল পাঞ্জাবি, ডিজিটাল প্রিন্টেড পাঞ্জাবি এবং এথনিক ট্রাউজার্স (পাজামা), ক্যাজুয়াল/ ফরমাল শার্টসহ আর অনেক কিছু পাওয়া যাবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সুন্দরবনে আগুন
সুন্দরবনে আগুন
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ