X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

দ্য আর্থ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ক্লাইমেট ক্যাম্প

জীবনযাপন ডেস্ক
০৮ জুন ২০২২, ১৯:২৫আপডেট : ০৮ জুন ২০২২, ১৯:২৭

দ্য আর্থ সোসাইটির উদ্যোগে ‘ক্লাইমেট ক্যাম্প ২০২২’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জলবায়ু সংসদের সেক্রেটারিয়েট হিসেবে স্বীকৃত এই প্রতিষ্ঠানটি বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে আয়োজন করে এই ইভেন্ট। জলবায়ুর ভারসাম্য পুনরুদ্ধার এবং তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে তাদেরকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলাই ছিল আয়োজনের উদ্দেশ্য। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয় এ ক্লাইমেট ক্যাম্প। অর্থাৎ অংশগ্রহণকারীরা সরাসরি এবং অনলাইন উভয় মাধ্যমেই এই অনুষ্ঠানে যুক্ত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্লাইমেট ক্যাম্প হোস্ট, ক্লাইমেটপ্রেনার এবং অন্যান্য অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশের তরুণদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় ক্লাইমেট ক্যাম্পের মাধ্যমে।

জলবায়ু ক্যাম্পের আহ্বায়ক এবং দ্য আর্থ সোসাইটি’র সহ-প্রতিষ্ঠাতা শাকিলা সাত্তার তৃণার স্বাগত বক্তব্যের পর বর্তমান পরিবেশগত পরিস্থিতি এবং ক্লাইমেট ক্যাম্পের উদ্দেশ্য সম্পর্কিত একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপন করা হয়। প্রধান পৃষ্ঠপোষক এবং বিশেষ অতিথি জলবায়ু ও পরিবেশগত সমস্যা, সম্ভাব্য বিকল্প, টেকসই সমাধান সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ইভেন্টে অংশগ্রহণকারীরা জলবায়ু সম্পর্কিত বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গের সাথে নবায়নযোগ্য শক্তি, টেকসই পরিবেশ, এসডিজি, ক্লাইমেটপ্রেনারশিপ, প্লাস্টিক দূষণ ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা সেশনে অংশ নেন। এই আলোচনা সেশনের মাধ্যমে অভিজ্ঞরা পরিবেশবান্ধব টেকনোলজি ব্যবহার, এসডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন টেকসই পদক্ষেপ গ্রহণ এবং প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে এর সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে তরুণদেরকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

 

দ্য আর্থ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ক্লাইমেট ক্যাম্প

 

অনুষ্ঠানে বাংলাদেশ জলবায়ু সংসদের আহ্বায়ক নাহিম রাজ্জাক এবং প্রধান অতিথি সংসদীয় স্থায়ী কমিটি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও প্রশমনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও তা বাস্তবায়ন সম্পর্কে বক্তব্য রাখেন। 

বর্তমান প্রজন্মকে ‘জেনারেশন রিস্টোরেশন’ বলে মনে করা হয়। কারণ তারাই শেষ প্রজন্ম যারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে এ পৃথিবীতে বসবাসকারী সকল প্রজাতির বেঁচে থাকা নিশ্চিত করতে সক্ষম। তাই দ্য আর্থ সোসাইটি ক্লাইমেট ক্যাম্পের মাধ্যমে এই প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বকেয়া ট্যাক্স না দিলে সিটি করপোরেশনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে বিরক্ত করবে’
‘বকেয়া ট্যাক্স না দিলে সিটি করপোরেশনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে বিরক্ত করবে’
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামসকে বিদায় দিলো বিসিবি
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামসকে বিদায় দিলো বিসিবি
বনশ্রীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার
বনশ্রীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী