X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দ্য আর্থ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ক্লাইমেট ক্যাম্প

জীবনযাপন ডেস্ক
০৮ জুন ২০২২, ১৯:২৫আপডেট : ০৮ জুন ২০২২, ১৯:২৭

দ্য আর্থ সোসাইটির উদ্যোগে ‘ক্লাইমেট ক্যাম্প ২০২২’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জলবায়ু সংসদের সেক্রেটারিয়েট হিসেবে স্বীকৃত এই প্রতিষ্ঠানটি বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে আয়োজন করে এই ইভেন্ট। জলবায়ুর ভারসাম্য পুনরুদ্ধার এবং তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে তাদেরকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলাই ছিল আয়োজনের উদ্দেশ্য। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয় এ ক্লাইমেট ক্যাম্প। অর্থাৎ অংশগ্রহণকারীরা সরাসরি এবং অনলাইন উভয় মাধ্যমেই এই অনুষ্ঠানে যুক্ত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্লাইমেট ক্যাম্প হোস্ট, ক্লাইমেটপ্রেনার এবং অন্যান্য অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশের তরুণদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় ক্লাইমেট ক্যাম্পের মাধ্যমে।

জলবায়ু ক্যাম্পের আহ্বায়ক এবং দ্য আর্থ সোসাইটি’র সহ-প্রতিষ্ঠাতা শাকিলা সাত্তার তৃণার স্বাগত বক্তব্যের পর বর্তমান পরিবেশগত পরিস্থিতি এবং ক্লাইমেট ক্যাম্পের উদ্দেশ্য সম্পর্কিত একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপন করা হয়। প্রধান পৃষ্ঠপোষক এবং বিশেষ অতিথি জলবায়ু ও পরিবেশগত সমস্যা, সম্ভাব্য বিকল্প, টেকসই সমাধান সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ইভেন্টে অংশগ্রহণকারীরা জলবায়ু সম্পর্কিত বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গের সাথে নবায়নযোগ্য শক্তি, টেকসই পরিবেশ, এসডিজি, ক্লাইমেটপ্রেনারশিপ, প্লাস্টিক দূষণ ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা সেশনে অংশ নেন। এই আলোচনা সেশনের মাধ্যমে অভিজ্ঞরা পরিবেশবান্ধব টেকনোলজি ব্যবহার, এসডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন টেকসই পদক্ষেপ গ্রহণ এবং প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে এর সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে তরুণদেরকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

 

দ্য আর্থ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ক্লাইমেট ক্যাম্প

 

অনুষ্ঠানে বাংলাদেশ জলবায়ু সংসদের আহ্বায়ক নাহিম রাজ্জাক এবং প্রধান অতিথি সংসদীয় স্থায়ী কমিটি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও প্রশমনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও তা বাস্তবায়ন সম্পর্কে বক্তব্য রাখেন। 

বর্তমান প্রজন্মকে ‘জেনারেশন রিস্টোরেশন’ বলে মনে করা হয়। কারণ তারাই শেষ প্রজন্ম যারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে এ পৃথিবীতে বসবাসকারী সকল প্রজাতির বেঁচে থাকা নিশ্চিত করতে সক্ষম। তাই দ্য আর্থ সোসাইটি ক্লাইমেট ক্যাম্পের মাধ্যমে এই প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া