X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আনন্দ উঠানে ২৯ দেশীয় উদ্যোগ

জীবনযাপন ডেস্ক
০৯ মার্চ ২০২৩, ১৬:২৪আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৬:২৪

আনন্দ উঠানে ২৯ দেশীয় উদ্যোগ

নিজেদের সেরা পণ্যগুলো অফলাইনে তুলে ধরতে এক ছাদের নিচে সমাবেত হচ্ছে দেশের ২৯টি উদ্যোগ। পটের বিবির আয়োজনে ‘‌আনন্দ উঠান’
নামের এই আয়োজন অনুষ্ঠিত হবে ধানমন্ডি ২৭ এর মাইডাস সেন্টারে। আগামীকাল শুক্র ও শনিবার (১০ ও ১১ মার্চ) প্রতিদিন বেলা ১১টায় ক্রেতা-
দর্শনার্থীদের জন্য খুলবে মেলার দুয়ার। রাত ৮টা পর্যন্ত চলবে মেলা।

প্রথমবারের মতো আনন্দ উঠানের আয়োজনে পটের বিবি থাকবে নিজেদের নকশায় তৈরি শাড়ি, গরমের উপযোগী হালকা নকশার শাড়ি, ব্লাউজ, স্টিচড ড্রেস ইত্যাদি নিয়ে। থাকবে কিছু এক্সক্লুসিভ মসলিন শাড়ি। আরুনিকার স্টলে পাওয়া যাবে কাঠের তৈরি বুক অ্যান্ড কফি শেলফ, নেমপ্লেট ও ওয়ালহ্যাংগিং। মৃৎ এ দেখা মিলবে কানের দুল বা ব্যাংকের আদলে মাটির টেপা পুতুল। থাকবে নানা ধরনের গহনার পাশাপাশি বাঁশের ঝুড়ির বিবিধ ব্যবহার।

উঠানে আনন্দ ছড়াতে গাছ নিয়ে হাজির থাকবে অরনীর ও নান্দনিক গৃহকোণ। পালং খ্যিয়ংয়ে মিলবে বিভিন্ন ধরনের দেশি শাড়ি। হংস মিথুনে পাওয়া যাবে মণিপুরি তাঁতিদের হাতে বোনা শাড়ি।  সুতা, আর বিভিন্ন রকম ম্যাটরিয়াল দিয়ে হাতে তৈরি অভিনব নকশার গয়না নিয়ে হাজির হচ্ছে বাঙুরি। হাতে তৈরি ক্লে ও অন্যান্য উপাদানের গয়না পাওয়া যাবে নয়া’য়। নিজস্ব দেশীয় কারিগরদের নিপুণ হাতে তৈরি মেটালের বিভিন্ন ধরনের গহনা পাওয়া যাবে রঙবতীর স্টলে।

নিজেদের নকশায় কাস্টমাইজড সাইজে আরামদায়ক পোশাক নিয়ে হাজির থাকবে গথিয়া। দেশি তাঁতের শাড়ি, বাঁধুনি, মোমবাটিক ও পুরোনো নকশার
শাড়ি পাওয়া যাবে ট্রিভোয়। এছাড়া কোটি, কাফতান, গরমে আরামদায়ক শার্টও পাওয়া যাবে।

বিভিন্ন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও মেকাপ আইটেম নিয়ে থাকবে ম্যাক বাংলাদেশ। রংধনু ক্রিয়েশনে পাওয়া যাবে হ্যান্ড পেইন্ট আর হ্যান্ড ক্রাফটস পণ্য। জামদানী, নিজেদের বিভিন্ন নকশায় তৈরি দেশি শাড়ি, ব্লাউজ পিস, রেডিমেড ব্লাউজ, হাতে বোনা উলেন রাগ, ট্যাপেস্ট্রি ও ওয়াল হ্যাংগিং নিয়ে থাকবে চৌধুরী’স। দেশি বুননে জামদানির পাশাপাশি থাকবে দেশি তাঁত ও কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি পণ্য।

সিগনেচার পণ্য চটের পাড় ও জিন্সের পাড়ের দেশীয় তাঁতের শাড়ি নিয়ে থাকবে শাড়িকথন। কলমকারি কাপড় দিয়ে তৈরি মেয়েদের ক্লোথিং আইটেম নিয়ে থাকবে সুতলি। ঐতিহ্যবাহী এবং পরিবেশবান্ধব পাট দিয়ে তৈরি বৈচিত্রময় ব্যাগ পাওয়া যাবে কালিন্দিতে।

আনন্দ উঠানে চায়ের কাপেও আড্ডা হবে। নিজেদের চা আর টায়ের আয়োজন নিয়ে থাকবে টি টং। চায়ে চুমুক দিতে দিতে জমে উঠবে এবারের আনন্দ উঠান, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। কেবল টি টংয়ই নয়, খাবার নিয়ে থাকবে চিয়ারি শেফও। ঘরে তৈরি বিভিন্ন স্বাদের কেক, মাফিন, ক্রসান ইত্যাদি মিলবে এই স্টলে। শুদ্ধ উপকরণে তৈরি মজাদার আচার নিয়ে আনন্দ উঠানে যোগ দেবে আচারিয়ানা।

এছাড়া আরও যে উদ্যোগগুলো অংশ নিচ্ছে সেগুলো হলো তেরো পার্বণ, বুকস অব বেঙ্গল, গুটিপা,কাজলা, ওয়্যারহাউস,ঋ এবং ক্যানভাস।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!