পৃথিবীর সব ধরনের বিপদ থেকে পরম যত্নে আমাদের আগলে রাখেন বাবা-মা। মা দিবসের মতো তাই বিশ্বজুড়ে পালিত হয় বাবাদের জন্য একটি বিশেষ দিন। আসছে ১৮ জুন আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে বেশ কিছু আয়োজন থাকছে রেস্টুরেন্ট ও ফ্যাশন হাউসগুলোতে। বাবা দিবসের পরিকল্পনা সাজানোর আগে জেনে নিন দিবসটি উপলক্ষে কোথায় কী আয়োজন থাকছে।
ক্রাউন প্লাজা ঢাকা গুলশান
বাবার জন্য ডিনারের আয়োজন করতে পারেন ক্রাউন প্লাজা ঢাকা গুলশান রেস্টুরেন্টে। বাবা দিবস উপলক্ষে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে রেস্টুরেন্টটি। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বিশেষ এই ডিনারের আয়োজন থাকছে এখানে।
সি হাউস মিলানো বাংলাদেশ
গুলশানে অবস্থিত এই ইটালিয়ান রেস্টুরেন্টটি বাবা দিবস উপলক্ষে কেকের উপর দিচ্ছে ১৫ শতাংশ ছাড়।
বিশ্বরঙ
বাবা দিবস উপলক্ষে সকল বাবাকে শ্রদ্ধা জানাতে ফ্যাশন হাউস বিশ্বরঙে রয়েছে বিশেষ ছাড়। অনলাইনের পাশাপাশি যেকোনো শোরুম থেকে পোশাক কিনলেই পাচ্ছেন ৩০ শতাংশ মূল্যছাড়।
কে ক্র্যাফট
ফ্যাশন হাউস কে ক্র্যাফট বাবার জন্য বিভিন্ন ধরনের উপহার এনেছে। মগ, ফটোফ্রেম, ওয়ালেট ও দেয়ালে সাজানোর সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে। এছাড়া বাবার সঙ্গে প্রিয় মুহূর্তের ছবি ও গল্প শেয়ার করে উপহার পাওয়ার সুযোগও থাকছে।
র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন
পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন বাবা দিবস উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে ব্রেকফাস্ট ও ডিনারে। ১৮ জুন ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে বুফে ব্রেকফাস্ট ও ডিনারে।
লা মেরিডিয়ান ঢাকা
বাবা দিবসের বিশেষ কেকের উপর ৫০ শতাংশ ছাড় দিচ্ছে পাঁচতারকা হোটেলটি। ১১ জুন থেকে শুরু হওয়া এই অফার চলবে ১৮ জুন পর্যন্ত। এছাড়া হেলথ ক্লাব মেম্বারদের জন্য ডিনারে থাকছে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা।
ঢাকা রিজেন্সি হোটেল
বাবার জন্য বিনামূল্যে বুফে ডিনারের ব্যবস্থা রেখেছে ঢাকা রিজেন্সি হোটেল। সন্তান বাবা নিয়ে আসলে কেবল একজনের জন্য পরিশোধ করতে হবে মূল্য। এছাড়া থাকছে গিফট ভাউচার জেতার সুযোগ।
জিওর্দানো বাংলাদেশ
ক্লদিং ব্র্যান্ড জিওর্দানো বাংলাদেশ বাবা দিবস উপলক্ষে সকল লাইফস্টাইল পণ্যে দিচ্ছে ৫০ শতাংশ ছাড়। অফারটি শুধুমাত্র ১৮ জুনের জন্য প্রযোজ্য।
ডোমিনো’স পিৎজা
অনলাইনে ৬০০ টাকার উপরে খাবার অর্ডার করলে বাবার জন্য বিনামূল্যে পাওয়া যাবে চকো লাভা ডিলাইট। ১৯ জুন পর্যন্ত চলবে এই অফার।