যদিও কোরবানির ঈদ, তবুও নতুন পোশাক কেনেন অনেকেই। তাই ঈদকে সামনে রেখে কমবেশি সব হাউসই নিয়ে আসে বিশেষ কালেকশন। কয়েকটি দেশীয় ফ্যাশন হাউসের ঈদ আয়োজন সম্পর্কে জেনে নিন।
সারা
ঈদকে সামনে রেখে ‘সারা লাইফস্টাইল’ নিয়ে এসেছে পোশাকের বিশেষ কালেকশন। পোশাকের অলংকরণে বেছে নেওয়া হয়েছে স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, ম্যানুয়াল এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি, কারচুপি, ট্র্যাডিশনাল হ্যান্ড এমব্রয়ডারি, টাই-ডাইসহ নানা ধরনের ট্র্যাডিশনাল কারুকার্য।
উৎসবের পাশাপাশি গরমের কথা বিবেচনা করে কাপড়ে রাখা হয়েছে কটন, সিনথেটিক, সিল্ক ইত্যাদি। স্থাপত্যশৈলীর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এসব পোশাকের মোটিফ হিসেবে। এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ থাকছে প্যাটার্নে। পাশাপাশি থাকছে নিত্যনতুন ট্রেন্ডের ভিন্নতা। রঙের ক্ষেত্রে ভাইব্রেন্ট রাখা হয়েছে এবারের ঈদ কালেকশন।
রঙ বাংলাদেশ
পুরো বছর জুড়েই পাখির রঙকে প্রধান্য দিয়ে পোশাকের নকশা করেছে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সৌমিক দাস জানান, এবারের ঈদ পোশাকের নকশায় গুরুত্ব পেয়েছে একাধিক পাখির রঙ এবং পাখির বিভিন্ন মোটিফ। এর সঙ্গে রাখা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মীয় আবহর সঙ্গে সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডের সমন্বয়।
ঈদ পোশাকে ব্যবহার করা হয়েছে সুতি, লিনেন, হাফসিল্ক, মসলিন, বেক্সি-কটনসহ বিভিন্ন ধরনের কাপড়। পোশাকের মোটিফকে রাঙাতে মূল রঙ হিসেবে ব্যবহার করা হয়েছে কমলা, অলিভ, নীল, সাদা, কালো।
লা রিভ
বিলঙ্গিং বা সংযুক্তি শিরোনামে ঈদের পোশাক এনেছে শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। বিশ্বজুড়ে মানুষ হিলিং বা শারিরীক-মানসিক-আত্মিক উন্নয়নে মনোযোগী হয়ে উঠেছে। হিলিং পাওয়ারের উৎস অনেক- পরিবার, উৎসব, প্রকৃতি, কখনও মহাজাগতিক প্রাণশক্তি বা আধ্যাত্মিক শক্তি। নিজেকে বিশ্বপ্রকৃতি, উৎসব ও পরিবারের সাথে যুক্ত করতে পারা হিলিং এরই একটি অংশ। এই ’যুক্ত থাকা’র শক্তিকে অণুপ্রেরণায় রাখা হয়েছে।
পোশাকের কালার প্যালেটে কসমিক শেড ব্যবহার করা হয়েছে। মূল রঙের নাম ওয়াটার মার্ক। আরও থাকছে ইন্ডিগো, ডার্ক অলিভ, পাউডার ব্লু, ওয়াইন রেড, বারগেন্ডি, ভারমিলিয়ন, ডাস্টি রোজ, পিচ, বেবি পিংক, গ্রাউন্ডেড ব্রোঞ্জ, ফনা, ও সোনালী রঙের ব্লাশি ইফেক্ট। উৎসব-উপযোগিতা এবং গ্রীষ্মের গরমের কথা মাথায় রেখে নরম সিল্ক, ক্রেপ সিল্ক, ভিসকোস, সুতি, তাঁত, ইন্ডি কটন ও সিল্ক, জর্জেট, আরামদায়ক ফেইলি, মসলিন, হাফ সিল্ক ও টেক্সচার্ড ফেব্রিক বেছে নেওয়া হয়েছে।
দেশাল
ঈদ উপলক্ষে দেশাল নিয়ে এসেছে সালোয়ার কামিজ, কুর্তি, শাড়ি ও পাঞ্জাবি। ২৮ জুন পর্যন্ত নির্দিষ্ট পণ্য কিনলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।
ব্যাঙ
ঈদ উপলক্ষে সব নতুন পোশাকে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে ফ্যাশন হাউস ব্যাঙ। ক্যাজুয়াল ও ফর্মাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, পাঞ্জাবি, প্যান্ট, ফতুয়াসহ সব ধরনের ছেলেদের পোশাক মিলবে এখানে।