ঈদ উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে থাকছে নানা আয়োজন। বুফে ডিনারে থাকছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। এছাড়া পরিবারসহ বুফে ব্রেকফাস্ট এবং বুফে ডিনারে থাকছে বিশেষ ছাড়। কাপলদের জন্য রুমের সাথে বুফে ব্রেকফাস্ট প্যাকেজেও থাকছে অফার।
ঈদে নিজেকে রিফ্রেশড ও রিলাক্স রাখতে প্রতিটি স্পা সার্ভিসে ২০ শতাংশ ডিসকাউন্টের ব্যবস্থা রাখছে হোটেলটি। প্রিমিয়ার ক্লাব মেম্বাররা বিভিন্ন আউটলেটে পাচ্ছেন অফারের ক্ষেত্রে অগ্রাধিকার ।