দিনভর অফিস করে রাত আটটায় বাসায় ফিরেছেন কানিজ ফাতেমা তামান্না। বাসায় ঢুকেই অবাক হলেন তিনি। বাড়ির মেঝেতে বিন্দু বিন্দু পানি জমে আছে। ভেজা ভেজা লাগছে দেয়ালটাও। কেন এমন হচ্ছে?
কয়েক দিনের প্রচণ্ড বৃষ্টির পর হঠাৎ ভ্যাপসা গরম পড়লে দেয়াল ও মেঝে ঘেমে উঠতে পারে। গরম বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা ঠান্ডা বাতাসের চেয়ে বেশি। টানা বৃষ্টির পর হঠাৎ তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বৃষ্টির জন্য বাতাসের আর্দ্রতা ছিল বেশি। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতা আরও বাড়ে। অন্যদিকে ঘরের ঠান্ডা মেঝে ও দেয়ালের সংস্পর্শে এসে গরম বাতাস ধীরে ধীরে কিছুটা ঠান্ডা হয়ে যায়। তখন গরম বাতাসের জলীয় বাষ্প বিন্দু বিন্দু পানির আকারে দেয়াল ও মেঝেতে জমতে থাকে। এক গ্লাস পানিতে কয়েক টুকরা বরফ দিলে গ্লাসের বাইরের অংশ ভিজে ওঠে। মনে হয় ঘেমে উঠেছে। আসলে বাইরের গরম বাতাস গ্লাসের সংস্পর্শে এসে হঠাৎ অপেক্ষাকৃত ঠান্ডা হয়ে যায় বলে অতিরিক্ত জলীয় বাষ্প বিন্দু বিন্দু পানির আকারে গ্লাসের বাইরে জমে যায়। মেঝে ঘামার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে।
মেঝে ঘেমে গেলে কী করবেন?
- মেঝেতে বিন্দু বিন্দু পানি জমতে দেখলে জানালা দরজা আটকে ফেলুন সঙ্গে সঙ্গে। এতে আর্দ্র বাতাস বাইরে থেকে আসবে না।
- শতরঞ্জি বা কার্পেট থাকলে সেগুলো সরিয়ে ফেলুন। বারান্দায় বা বাইরে রেখে দিন। কাঠের আসবাবপত্র থাকলে দ্রুত মুছে ফেলুন।
- ভেজা মেঝে মোছার জন্য শুকনো তোয়ালে, মপ বা কাপড় ব্যবহার করবেন না। এতে জমে থাকা বিন্দু বিন্দু পানি আরও ছড়িয়ে পড়বে। ভেজা ভ্যাকুয়াম ব্যবহার করে পরিষ্কার করুন মেঝে।
- সর্বোচ্চ সেটিং দিয়ে একটি ডিহিউমিডিফায়ার রাখুন ঘরের মাঝখানে। ২৪ ঘণ্টা রেখে দিন।