বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে নানারকম প্রযুক্তির ব্যবহার। প্রতিনিয়তই প্রযুক্তির সাহায্যে ঘরে বসেই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে প্রয়োজনীয় কাজ সারছে মানুষ। কেনাকাটার ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার করে মানুষ অনলাইন থেকেই সকল ধরণের পণ্য ঘরে বসেই পেতে পছন্দ করছে। ক্রেতাদের চাহিদা পূরণে ফ্যাশন ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’ গড়ে তুলেছে নিজেদের মাল্টিভেন্ডর প্ল্যাটফর্ম (মার্কেটপ্লেস)। এর ফলে অনলাইনে সারা’র নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি গ্রাহক ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকেও প্রোডাক্ট অর্ডার করে ডেলিভারি নিতে পারবেন। সারা লাইফস্টাইলের নিজস্ব পণ্য ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য এই প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করতে পারবেন গ্রাহকরা।
সারা’র আউটলেটগুলোর মতোই ওয়েবসাইটে তাদের আলাদাভাবে মেনস, ওমেনস এবং কিডস সেকশন
রয়েছে, যেখানে প্রতিনিয়ত মৌসুম ও উৎসব অনুযায়ী নতুন নতুন কালেকশন পাওয়া যাচ্ছে। এছাড়াও নতুন এই ওয়েবসাইটে সারা’র সাব-ব্র্যান্ড ‘ঢেউ’ এর সকল পোশাক পাওয়া যাচ্ছে। এই মার্কেটপ্লেসে আরও পাওয়া যাচ্ছে সকল ধরনের ইলেক্ট্রনিকস, ফুটওয়্যার, হস্তশিল্প, হোম ডেকোর, হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স, টিভি, এসি, রেফ্রিজারেটর, ঘড়ি ও লাইফস্টাইলের আনুষাঙ্গিক সকল পণ্য।