নারীর জন্য শান্তিবাড়ি আয়োজন করছে ‘ভালো থাকার উৎসব।’ এই উদ্যোগ পুরোটাই নারীকে ঘিরে। শান্তিবাড়ির প্রোগ্রাম কোঅর্ডেনেটর সুমাইয়া তাবাসসুম বলেন, ‘দুই দিনের এই বর্ণিল আয়োজনে নারীর সৃষ্টিশীলতা, দক্ষতা এবং একই সাথে নারীর মানসিক স্বাস্থ্য ও আইনি অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরতে চাই, যা নারীর সার্বিক ভালো থাকাকেই নিশ্চিত করে।’
সুমাইয়া জানান, আগামী ২৭ ও ২৮ জুলাই (বৃহস্পতি ও শুক্রবার) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা গ্যালারিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই উৎসব চলবে। উৎসবে নারী চিত্রশিল্পী ও নারী আলোকচিত্রীদের বিশেষ প্রদর্শনী এবং নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী হবে। বেশিরভাগ উদ্যোক্তাই অংশ নিচ্ছেন দেশীয় পণ্য নিয়ে।
২৮ জুলাই শুক্রবার বিকেল ৫টা থেকে চিত্রশালা গ্যালারি মিলনায়তনে শুরু হবে বিশেষ সমাপনী অনুষ্ঠানে। সেখানে মনোবিদ ডা. হেলাল উদ্দিন আহমেদেড় বিশেষ সেশন থাকবে, সঙ্গে রয়েছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন। আর এতে অংশ নেবেন রেহেনা মরিয়ম নূর খ্যাত অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। তিনি দর্শকদের বলবেন তার নিজের জীবনের গল্প।
এর আগেও বিভিন্ন উৎসব উপলক্ষে নারী উদ্যোক্তাদের নিয়ে পণ্য প্রদর্শনীর আয়োজন করেছিল নারী সহায়তা সংস্থা ‘শান্তিবাড়ি।’