বৃহস্পতিবার ও শুক্রবার (২৭ ও ২৮ জুলাই) দুই দিনব্যাপী ‘ভালো থাকার উৎসব’ হয়ে গেল বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা গ্যালারিতে। নারী সহায়তা সংস্থা ‘শান্তিবাড়ি’র এই আয়োজনটি ছিল নারীদের জন্য।
২৭ জন নারী উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে অংশ নিয়েছিলেন উৎসবে। সেই সঙ্গে ৪১ জন চিত্রশিল্পী ও ১১ জন আলোকচিত্রশিল্পীর শিল্পকর্মও প্রদর্শিত হয় আয়োজনে। পণ্য বিকিকিনির পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা ও আইনি পরামর্শের বুথও ছিল ভালো থাকার উৎসবে।
উৎসবের শেষ দিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন আসেন এই উৎসবে। তিনি উদ্যোক্তাদের স্টলগুলো ঘুরে দেখেন। এরপর ‘নারীর জীবন ও লড়াই’–এর গল্প সেশনে নিজের জীবনের গল্প শোনান তিনি। নারীর মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে কথা বলেন মনোরোগ চিকিৎসক হেলাল উদ্দিন আহমেদ।
‘মধ্যম আয়ের বাংলাদেশে নারী ভালো থাকবে কীভাবে’—শান্তিবাড়ির এই প্যানেল আলোচনা করেন ডা. সায়েমা হক বিদিশা, ব্যারিস্টার মিতি সানজানা, ড. স্নিগ্ধা রেজওয়ানা প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বে ছিল নির্ঝর চৌধুরীর গান ও জান্নাতুল ফেরদৌসী লিজার আবৃত্তি।