সিঙ্গাপুরে নিজস্ব স্টোরে যাত্রা শুরু করছে দেশের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। সিঙ্গাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেন্ট্রিয়াম স্কয়ারে স্টোরটি উদ্বোধন করা হয় সম্প্রতি।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘২০১৭ সালে সিঙ্গাপুরে যাত্রা শুরু করেছিল লা রিভ। এতদিন আমরা ইসেতান ও মেট্রোর মতো বিখ্যাত মাল্টিব্র্যান্ড স্টোরের ‘শপ ইন শপ’ মডেলে কার্যক্রম পরিচালনা করেছি এবং জালোরা ও লাজাডা এবং নিজস্ব ওয়েবসাইটের মাধ্যম অনলাইনে উপস্থিতি ছিল। এবারই প্রথম আমাদের নিজস্ব স্টোর উদ্বোধন হয়েছে।’
মন্নুজান নার্গিস আরো বলেন, ‘তৈরি পোশাক শিল্পের জন্য বাংলাদেশের সুনাম বিশ্বব্যাপী। মেইড ইন বাংলাদেশ বাক্যটি ইতিমধ্যেই আমাদের গর্বে পরিণত হয়েছে। আমরা ভেবেছি, নিজের দেশেই যদি আমরা বিশ্বমানের পোশাক তৈরি করতে পারি, কেন সেই পোশাক সরাসরি আর্ন্তজাতিক ফ্যাশন অঙ্গনে নিয়ে যাব না? এই স্বপ্ন বাস্তবায়নের পথে এই স্টোর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেন্ট্রিয়াম স্কয়ারে ক্রেতারা এখন লা রিভে সরাসরি শপিং করতে পারবেন।’