ফ্যাশন ও আলোকচিত্র প্রদর্শনী ‘নিডল থ্রেড অ্যান্ড অ্যা স্প্ল্যাস অব ওয়াটার’ আয়োজিত হবে আজ ১১ আগস্ট বিকাল পাঁচটায় আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায়। পিরান বাংলাদেশের প্রথম ফ্যাশন এবং আলোকচিত্র প্রদর্শনী এটি। আয়োজনটির সঙ্গে যৌথভাবে আছেন ডকুমেন্টারি ফটোগ্রাফার রাফিদ আল জহুর।
ফ্যাশন হাউস ‘পিরান বাংলাদেশ’ এর স্বত্বাধিকারী নাজিফা তাবাসসুম ও যারিন তাসনিম জয়ীতা কাজ করছেন দেশীয় ফ্যাব্রিক, ক্র্যাফটস এবং বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের সাথে। এই প্রজেক্টটি শুরু হয় পিরান বাংলাদেশের সাথে সাজেদা ফাউন্ডেশনের কোলাবরেশন দিয়ে, যার উদ্দেশ্য বেরাইদের প্রায় ৩০ জন নারীর দক্ষতা উন্নয়নে কাজ করা। তাদেরকে হাতের কাজ এবং ডিজাইন প্রক্রিয়া শেখানো হয়। ধারাবাহিকভাবে ডিজাইন পদ্ধতি ও কৌশল, রঙের সমন্বয়, অ্যাপ্লিক কৌশল, হাতের কাজ, সুঁই- সুতার কাজ এমন নানান তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ের উপরে মোট ৮ টি ওয়ার্কশপ পরিচালনা করা হয়। এর ফলই হলো এমন এক ফ্যাশন কালেকশন। এই প্রান্তিক জনগোষ্ঠীর পথ চলার গল্প ধরা পড়েছে ডকুমেন্টারি আলোকচিত্রী রাফিদ আল জহুরের ক্যামেরায়।
আয়োজনটিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্যাশন হাউস বিবিয়ানার স্বত্বাধিকারী লিপি খন্দকার, ন্যাশনাল ক্রাফটস কাউন্সিল অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সাইফুর রহমান এবং ইন্টেরিওর ডেকর আর্টিস্ট বাপন রাহমান।
আয়োজনটি ১৪ আগস্ট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।