ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আসন্ন বিয়ের মৌসুমের জন্য দিচ্ছে বিভিন্ন অফার। ভেন্যু ভাড়া, ক্যাটারিং, সাজসজ্জা ছাড়াও হোটেলটি বিয়ের অতিথিদের জন্য রুম বুকিংয়ের উপর দিচ্ছে বিশেষ ছাড়৷
ঢাকা রিজেন্সির আলোকোজ্জ্বল সজ্জিত বলরুম সেলিব্রেশন হল, রুফটপ গার্ডেন রেস্তোরাঁ গ্রিল অন দ্য স্কাইলাইন এবং আরও পাঁচটি ব্যাঙ্কোয়েট হল ভেন্যুতে রয়েছে জমকালো আয়োজন করা সুযোগ। এক হাজার জন অতিথি একসাথে উপস্থিত হতে পারবে ভেন্যুতে।