পরীক্ষায় যারা সেরা ফল করে, তারা কীভাবে পড়া মনে রাখে? এই দুর্দান্ত ফলের পেছনে কারণটাই বা কী? এই কৌতূহল থাকে সবারই। অভিভাবকরা চান ক্লাসের সেরা শিক্ষার্থীদের কৌশলগুলো অনুসরণ করুক তাদের সন্তানরাও। কেবল প্রথম স্থান অর্জনের জন্যই যে পড়তে হবে সেটা নয়। বরং সঠিক ও ভালোভাবে পড়ে ভালো ফল করাটাই হওয়া উচিত লক্ষ্য। জেনে নিন পড়া মনে রাখতে কোন কোন কৌশল অবলম্বন করবেন।
১। সকালে কিছুক্ষণ পড়ুন
বলা হয়, পড়া মনে রাখার জন্য সেরা সময় হচ্ছে ভোর বা সকাল। প্রাচীনকালে যখন গুরুকুল ছিল, শিষ্যরা খুব ভোরে ঘুম থেকে উঠতেন। শেখার প্রক্রিয়া ফজরের সময় শুরু হতো এবং তার আগে শিষ্যরা তাদের সকালের কাজ শেষ করতেন। এই পুরানো পদ্ধতিটি অনুশীলনে রাখা আধুনিক শিক্ষার্থীদের জন্যও কার্যকর হতে পারে।
২। লেখার অভ্যাস করুন
বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, কোনও বিষয় লিখলে সেটা স্মৃতিতে থাকে বেশি। ২০২১ সালে জাপানি গবেষকদের করা একটি গবেষণায় দেখা গেছে যে, কাগজে লিখলে এক ঘন্টা পরে তথ্য মনে রাখার সময় মস্তিষ্কের ক্রিয়াকলাপ আরও বেশি সক্রিয় হয়। গবেষণাটি ফ্রন্টিয়ার্স ইন বিহেভিওরাল নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।
৩। বারবার লেখা জরুরি
ভালোভাবে বোঝার এবং শেখার একটি চাবিকাঠি হলো পুনরাবৃত্তি। যা শিখছেন সেটা লিখুন এবং পুনরাবৃত্তি করুন। বারবার কিছু লিখে রাখলে সেটা সহজেই মনে রাখতে পারবেন। কেবল একটি পাঠ্য পড়ে সবকিছু মনে রাখাটা বেশ কষ্টকর।
৪। রিভিশন
সিলেবাস কমপ্লিট হয়ে গেলে বসে থাকবেন না। প্রথম থেকেই আবার শেখা শুরু করতে হবে। বারবার শেখা বিষয়গুলো দ্রুত মুখস্থ হয়। শিশুরা দৈনিক বেশ কয়েকটি বিষয় নিয়ে পড়াশোনা করে এবং সঠিক কৌশল ব্যবহার না করা হলে তাদের পক্ষে একবারে সবকিছু মুখস্ত করা কার্যত অসম্ভব।
৫। নির্দিষ্ট সময়ে পড়াশোনা করুন
পরিকল্পিত না হলে কিছুই কাজ করে না। একটি নির্দিষ্ট সময়সূচীতে যেমন স্কুল পরিচালিত হয়, তেমনি বাড়িতেও শিশুকে তা অনুসরণ করতে বলুন।