একই ছাদের নিচে নিজেদের সম্মিলিত প্রচেষ্টা হিসেবে পথচলা শুরু করেছে দেশীয় ছয়টি প্রতিষ্ঠান। উদ্যোগগুলো হচ্ছে পোশাক বাই তাননাস, শাড়িকথন, মল্লিকা, তেরোপার্বণ, সিতকা ও দিশাজ রোড ব্লকস। 'দোতলা' নামে যৌথ এই উদ্যোগ সেজেছে রুচিশীল নানা পণ্যে। দেশীয় পোশাক, গয়না ও বিভিন্ন অনুষঙ্গ রয়েছে দোতলায়।
গতকাল ২১ অক্টোবর বিকেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় দোতলার। ছয় উদ্যোগ অনলাইন কার্যক্রমের পাশাপাশি নানা দেশী পণ্যের মেলায় অংশগ্রহণ করে আসছে বেশ কয়েক বছর ধরে। অনলাইনের পাশাপাশি এবার তারা ঘরোয়া আবহে দেশীয় শিল্পীদের হাতে তৈরি পোশাক, গয়না ও অন্যন্য হস্তশিল্পের পসরা সাজালেন ঢাকার ধানমন্ডিতে। দোতলার উদ্বোধনে উপস্থিত ছিলেন দেশীয় পণ্যের উদ্যোক্তা ও উদ্যোক্তা সংগঠনের ব্যক্তিত্ববর্গ ও দোতলার উদ্যোক্তাদের শুভাকাঙ্খীসহ তিন শতাধিক অতিথি। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন উদ্যোক্তাদের অভিভাবকগণ। ধানমন্ডি ১১(পুরোনো ৩২) নম্বর সড়কের ১৮/বি নম্বর বাসায় ঠিকানা হয়েছে দোতলার। মঙ্গলবার বাদে সপ্তাহের ৬ দিন সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোতলা।