X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ইশা আম্বানির রাজকীয় লেহেঙ্গাটি যেভাবে নকশা করা হয়েছিল

জীবনযাপন ডেস্ক
১০ মার্চ ২০২৪, ১৪:৩৬আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৪:৩৬

আম্বানি পরিবারের জমকালো প্রাক বিয়ের অনুষ্ঠান নিয়ে এখনও সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে নিয়ে চলছে জোর চর্চা। আর হবে না-ই বা কেন? এক হাজার কোটি টাকা খরচ করে প্রাক বিয়ের অনুষ্ঠানটি করেছেন এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি। অনুষ্ঠানে এসেছিলেন মার্ক জাকারবার্গ ও বিল গেটসের মতো ব্যক্তিত্বরা। আম্বানি পরিবারের সদস্যদের সাজপোশাক নিয়েও মুগ্ধরা কাটছে না নেটিজেনদের। রাজকীয় এই বিয়েতে হীরা, পান্নার পাশাপাশি দামি সব গয়নার ঝলকানি ঘিরে ছিল আম্বানি পরিবারের নারী সদস্যদের। 

ইশা আম্বানি পরেছিলেন অলংকার বসানো লেহেঙ্গা। ছবি- সংগৃহীত

মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি একটি অনুষ্ঠানে পরেছিলেন গয়না বসানো লেহেঙ্গা। হীরা, পান্না, রুবিসহ দামি সব রত্নখচিত পোশাকটি থেকে যেন দৃষ্টি সরছিলই না কারোর। পোশাকটি নকশা করেছিলেন জনপ্রিয় ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলা। তিনি জানিয়েছেন পোশাকটি সম্পর্কে।

ইশার সংগ্রহে থাকা অলংকার বসানো হয়েছিল পোশাকে।। ছবি- সংগৃহীত

লেহেঙ্গার উপরের অংশে অর্থাৎ ব্লাউজে ইশার সংগ্রহে থাকা দামি সব পাথরের অলংকার জুড়ে দেওয়া হয়েছিল সেলাই করে। এতে ছিল হীরা, পোলকি, রুবি ও পান্নাসহ বেশ কিছু দামি পাথর। আরও কিছু অলংকার সংগ্রহ করা হয়েছিল গুজরাট এবং রাজস্থান থেকে। এগুলোকে স্থানীয়ভাবে বলা হয় জাদাউ টুকরা। পোলকি, কাঁচ বা অন্য কোনও বর্ণহীন পাথরের চারপাশে সোনা স্থাপনের কৌশলকে জাদাউ বলা হয়। ‘জাদ’ শব্দের আক্ষরিক অর্থ হলো এম্বেড করা। পাথরের চারপাশে ২৪ ক্যারেট সোনা স্থাপন করার এই শিল্পকে জাদাউ বলা হয় এবং এর থেকে তৈরি গয়না জাদাউ গয়না নামে পরিচিত। ইশার ব্লাউজে জাদাউ টুকরোগুলোর পাশাপাশি সোনা এবং রুপার জারদৌসি কাজও রয়েছে।

রাজকীয় লেহেঙ্গাটি মুগ্ধ করে সবাইকে। ছবি- সংগৃহীত

ব্লাউজে বসানোর জন্য ইশার সংগ্রহে থাকা গয়নাগুলোকে ভেঙে নতুন রূপ দেওয়া হয়। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তারপরই এই ঝলমলে লেহেঙ্গাটি ইশার জন্য প্রস্তুত হয়।  

লেহেঙ্গার সঙ্গে কয়েক স্তরের হীরের নেকলেস পরেছিলেন ইশা। ছবি- সংগৃহীত

রাজকীয় লেহেঙ্গাটির সাথে ইশা বেছে নিয়েছিলেন কয়েকটি স্তরযুক্ত হীরার নেকলেস। সাথে ছিল এক জোড়া মানানসই কানের দুল এবং হাতের অলংকার। স্মোকি চোখ, সংজ্ঞায়িত ভ্রু, ন্যুড লিপস্টিক এবং ব্লাশ ঈশার চেহারাতেও যোগ করেছে রাজকীয়তা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ