X
সোমবার, ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১

ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই খাদ্যাভ্যাস

জীবনযাপন ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৩

আজ বিশ্ব ক্যানসার দিবস। ক্যানসার একটি জেনেটিক রোগ। তবে আজকাল গবেষকরা একে বিপাকীয় রোগ হিসেবেও দেখতে শুরু করেছেন। কারণ টিউমার বৃদ্ধি কেবল ডিএনএ মিউটেশনের ফলে ঘটে না। এর সাথে মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কার্যকারিতার পরিবর্তনও জড়িত। মাইটোকন্ড্রিয়া কোষের বেঁচে থাকা এবং কার্যকারিতার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে। খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি।  

এই কারণেই অনেক বিশেষজ্ঞ এখন বিভিন্ন ধরণের ক্যানসার প্রতিরোধ এবং চিকিৎসায় খাদ্যের গুরুত্বের উপর জোর দিচ্ছেন। মায়ো ক্লিনিকের মতে, সমস্ত ক্যানসারের ২৫ শতাংশ শুধুমাত্র সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। 

গবেষণা বলছে, বিভিন্ন ধরনের উদ্ভিদভিত্তিক খাবার গ্রহণ শরীরে ইতিবাচক পরিবর্তন আনে। কারণ এগুলো প্রচুর পরিমাণে ফাইবার এবং ফাইটোকেমিক্যাল যেমন অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে- উভয়ই শক্তিশালী ক্যানসার-বিরোধী উপাদান।

তবে সেল-এ প্রকাশিত ২০২৪ সালের একটি প্রাণী গবেষণা থেকে জানা যায় যে, শুধু আপনি কী খাচ্ছেন তা গুরুত্বপূর্ণ নয়। বরং আপনি কখন এবং কতটা খাচ্ছেন তাও গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক সিটির মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারের গবেষকরা উল্লেখ করেছেন যে, মাঝে মাঝে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সঙ্গে ক্যানসারের উন্নতির সম্পর্ক রয়েছে।

ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সুবিধাগুলো বোঝার জন্য গবেষকরা ইঁদুরের উপর একটি গবেষণা চালান। এতে সপ্তাহে দুই দিন বাদে বাকি সময় অবাধে খেতে দেওয়া হয়েছিল তাদের। এতে দেখা গেছে, উপবাসের সময়ে শ্বেত রক্তকণিকা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে, যার মধ্যে ক্যানসারে ক্ষতিগ্রস্ত কোষও রয়েছে। গবেষণায় পরামর্শ দেওয়া হয় যে, উপবাস এই গুরুত্বপূর্ণ শ্বেত রক্তকণিকাগুলোকে টিউমারের ভেতরে এবং আশেপাশের কঠোর পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। একই সাথে তাদের ক্যানসার প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। 

তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট 

/এনএ/
সম্পর্কিত
‘বাবা-মায়ের ঝগড়া দেখে বড় হয়েছি’
রোজা রেখে বাড়তি উপকার পেতে শরবতে এই ৪ উপাদান মিশিয়ে নিন
সূর্যমুখীর বীজ খাওয়ার ৯ উপকারিতা
সর্বশেষ খবর
সেনাবাহিনী সম্পর্কে এমন বক্তব্য দেওয়া ঠিক হবে না: জোনায়েদ সাকি
সেনাবাহিনী সম্পর্কে এমন বক্তব্য দেওয়া ঠিক হবে না: জোনায়েদ সাকি
যশোরে বিএনপির ৫ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
যশোরে বিএনপির ৫ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
মুক্তারপুর হাটে প্রতিদিন আড়াই কোটি টাকার তরমুজ বিক্রি
মুক্তারপুর হাটে প্রতিদিন আড়াই কোটি টাকার তরমুজ বিক্রি
টিভিতে আজকের খেলা (২৪ মার্চ, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৪ মার্চ, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী আন্দোলন সিলেটের আহ্বায়ক গ্রেফতার
বৈষম্যবিরোধী আন্দোলন সিলেটের আহ্বায়ক গ্রেফতার
দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ব্যাংক বন্ধ হলে আমানতকারী ফেরত পাবেন সর্বোচ্চ ২ লাখ টাকা
ব্যাংক বন্ধ হলে আমানতকারী ফেরত পাবেন সর্বোচ্চ ২ লাখ টাকা
কুড়িগ্রাম থেকে সাঁতরে চাঁদপুর, লক্ষ্য বঙ্গোপসাগর ছোঁয়া
কুড়িগ্রাম থেকে সাঁতরে চাঁদপুর, লক্ষ্য বঙ্গোপসাগর ছোঁয়া
স্বাস্থ্য অধিদফতরের সেই মালেকের ১৩ বছরের কারাদণ্ড
স্বাস্থ্য অধিদফতরের সেই মালেকের ১৩ বছরের কারাদণ্ড