শিশু কথা শোনে না- এমন অভিযোগ করেন অনেক বাবা-মা। শিশুর জেদ করা, অবাধ্য হওয়া কিংবা জিনিসপত্র ছোড়াছুড়ি করার মতো সমস্যা নিয়ে হতাশ হতে পড়েন অনেকেই। এমন পরিস্থিতিতে শাসন করলে উল্টো আরও বেশি জেদ করতে থাকে শিশু। কারণ শিশুদের মস্তিষ্ক আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে অনেক সময় তারা অপ্রতিরোধ্য আবেগের কারণে রাগ প্রদর্শন করে যা তারা সামলাতে পারে না। শিশুর জেদ ও রাগ সামলাতে চাইলে আপনাকে কিছু টিপস মানতে হবে। স্বনামধন্য প্যারেন্টিং কোচ ডা. ইশিন্না সাদানা জানিয়েছেন, বাবা মা যদি কিছু কাজ নিয়ম করে করেন, তবে শিশুরা শান্ত হয়ে উঠবে এবং বাবা মায়ের কথার অবাধ্য হবে না।
- প্রতিদিন শিশুর সঙ্গে অন্তত ৩০ মিনিট খেলুন। পুরোপুরি মনোযোগ দেবেন শিশুর প্রতি। সঙ্গে ফোন রাখবেন না। শিশুর সঙ্গে গাড়ি নিয়ে খেলুন, লুকোচুরি খেলুন কিংবা শিশুর পছন্দের যেকোনো খেলা খেলুন।
- শিশু যখন জেদ করে তখন আপনি শান্ত থাকুন। মনে রাখবেন রাগ শিশুদের বেড়ে ওঠার একটি স্বাভাবিক অংশ। তারা রাগ কিংবা জেদ নিয়ন্ত্রণ করতে না পারলেও বড় হিসেবে সেই ক্ষমতা আমাদের আছে। তাই শিশুর প্রতি সহানুভূতিশীল হোন। সামান্য একটি বেলুনের জন্য কেন জেদ করছো?- এমন কথা না বলে বলুন আমি বুঝতে পারছি তুমি বেলুনটির জন্য কষ্ট পাচ্ছ। তোমার কষ্ট দেখে আমারও অনেক খারাপ লাগছে।
- শিশুর সব কিছুতে ভুল ধরবেন না এবং তাকে সব কিছু নিখুঁতভাবে করতে হবে এমন মনোভাব রাখবেন না। কিছু সিদ্ধান্ত শিশুকে নিতে দিন। যেমন বাইরে যাওয়ার আগে সে কোন পোশাক পরবে, সে বিকেলের নাস্তায় কী খেতে চাইছে- এমন কিছু সিদ্ধান্ত তাকে নিতে দিন এবং তার সিদ্ধান্তকে সম্মান করুন।
- শিশুর ভালো দিকগুলো নিয়ে কথা বলুন। তাকে ভালো কাজের জন্য উৎসাহ প্রদান করুন। কোনও কাজ শিশু না পারলেও উৎসাহ দিয়ে বলুন যে তুমি চেষ্টা করলে নিশ্চয় পারবে।