ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং নোয়াখালীতে তাদের ৩০ তম আউটলটের পথচলা শুরু করেছে। মাইজদী এলাকায় অবস্থিত চারতলা বিশিষ্ট ১৫ হাজার বর্গফুটের এই আউটলেটটিতে আড়ং-এর সকল পণ্য পাওয়া যাবে। এখানে ক্রেতারা আড়ং-এর বিভিন্ন ব্র্যান্ডসমূহ, যেমন – তাগা, তাগা ম্যান, আড়ং আর্থ এবং গ্রাসরুটস ক্যাফের সকল পণ্য পাবেন।
ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ বলেন, 'নোয়াখালীতে আমাদের উপস্থিতি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত এবং এই অঞ্চলের মানুষের আরও কাছাকাছি আড়ং-এর অভিজ্ঞতা পৌঁছে দিতে পেরে গর্বিত। আমরা সবাইকে আমাদের নতুন শোরুমে স্বাগত জানাতে উন্মুখ।'
উল্লেখ্য, আড়ং প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে। এটি ব্র্যাকের একটি সামাজিক উদ্যোগ, যা বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা হিসেবে পরিচিত। আড়ং বাংলাদেশের বিভিন্ন স্থানে একাধিক আউটলেটে পোশাক, গয়না, গৃহসজ্জা এবং হস্তশিল্প পণ্য পাওয়া যায়।