সম্প্রতি জমকালো এক প্রেস প্রিভিউয়ের আয়োজনের মাধ্যমে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ তাদের ঈদ সংগ্রহের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে প্রথমবারের মতো লা রিভ ভার্চ্যুয়াল ট্র্যায়াল রুম লঞ্চ করেছে। ফলে একজন ক্রেতাকে কোন পোশাকে কেমন দেখাচ্ছে, সেটা নিজেই দেখে নিয়ে অর্ডার করতে পারবেন।
আয়োজনে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস উপস্থিত সাংবাদিকদের সামনে লা রিভের ঈদ আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এবারের ঈদ আয়োজনের থিম হচ্ছে মুভমেন্ট বা গতিময়তা কিংবা এগিয়ে চলা। মুন্নুজান বলেন, ‘আমাদের যেকোনো মুভমেন্টের কোর ইন্সপিরেশনে আছে সংযোগ বা কানেকশনের আকাঙ্খা। সেটা মনের কানেকশন হতে পারে, আত্মিক, সামাজিক বা বডির কানেকশনও হতে পারে। ঈদ কালেকশনের জন্য আমরা মুভমেন্টকে থিম হিসেবে বেছে নিয়েছি। ঈদ এমন একটি আয়োজন যেখানে সবগুলো কানেকশনের কম্বিনেশন তৈরি হয়। এই ভাবনাকে ফ্যাশনে ফুটিয়ে তুলতে হয় কালার প্যালেট ও প্যাটার্নে। তাই এই কালেকশনে আমরা মনের শান্তি আসে এমন সব আর্দি, জুয়েল ও প্যাস্টেল টোন যেমন পার্পল টনিক, ওয়াশড্ ব্ল্যাক, কুল ব্লু, কর্নফ্লাওয়ার ব্লু, ড্যাজলিং রেইনবো, ডেলিকেট সাইরাস ও নিউট্রাল টোনে ফোকাস করেছে লা রিভ।
এনার্জি দেয় এমন রঙ যেমন অর্কিড পিংক, সোলার ফ্লাশ, হাইপার ব্লাশ, মভ পিঙ্ক, ডাস্টি ব্লু সহ ভাইব্রেন্ট মনোক্রোমাটিক কালার চোখে পড়বে এই কালেকশনে। ফেস্টিভ মোড আনার জন্য রেড, ব্লুক, ব্ল্যাক, অরেঞ্জ, টেরাকোটা, গোল্ডেন রঙের প্রাধান্য দেখা যাবে।’
ব্র্যান্ডটির এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসেও যুক্ত হয়েছে অভিজাত পার্টি পোশাকের নজরকাড়া সব ডিজাইন। পুরো পরিবারের সবার জন্য ম্যাচিং ফ্যামিলি কম্বো, বাবা-মা, মা-মেয়ের ম্যাচিং মিনি-মি ডিজাইন থেকে শুরু করে নারী, পুরুষ, টিন, কিড ও নিউবর্ন- সব বয়সের সবার জন্যই ঈদের ট্রেন্ডি স্টাইল যোগ হয়েছে ঈদ কালেকশনে।
মুন্নুজান জানান, ফেব্রিক বাছাইয়ে ফ্লোয়ি মুভমেন্ট দেয় এমন কাপড় বেছে নেওয়া হয়েছে এইবার। এজন্য প্রিন্ট বা কালার টোনে মেলে এমন ভিন্ন ধাঁচের কাপড়ের কম্বিনেশন হয়েছে। যেমন একই পোশাকে জুম ও ক্রেপের সাথে মসলিন যোগ হয়েছে। ডিজাইনে রিল্যাক্সড প্যাটার্নে রাখা হয়েছে যেন পোশাকের মুভমেন্টে জয়ফুল এক্সপ্রেশন আসে। কারচুপি, এম্ব্রয়ডারি, স্ক্যালোপ, কাটওয়ার্ক, লেজার কাট, প্যাচওয়ার্ক, ফয়েল প্রিন্টের রুচিশীল ব্যবহার পোশাকগুলিতে উৎসবের আমেজ নিয়ে এসেছে।
এছাড়া প্রিন্ট স্টোরিতে প্রাধান্য পেয়েছে অভিজাত ঝারোখা প্রিন্ট যার ইন্সপিরেশন মোঘল-ধাঁচের কারুকাজ। একই সাথে এথনিক মান্দালা প্রিন্ট ব্যবহৃত হয়েছে। নেচারের বিভিন্ন এলিমেন্ট যেমন পদ্ম, শাপলা, সিউইডের মোটিফ চোখে পড়বে। লিনিয়েজ, ডিটসি ডিউড্রপ, ফগড্ ফোকাস, ক্যান্ডি রিপল, জয়ফুল এক্সপ্রেশন বা জোই’র মত ট্রেন্ডি প্রিন্টগুলোও এ বছরের ঈদ কালেকশনে দেখা যাবে।
আয়োজনে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ভার্চুয়াল ট্রায়াল রুম। গ্রাহকদের অনলাইন অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতেই লা রিভের ওয়েবসাইটে যুক্ত হয়েছে ভার্চুয়াল ট্রায়াল রুম। এখন থেকে লা রিভের গ্রাহকরা এই এআই টুলের মাধ্যমে দেখে নিতে পারবেন পছন্দের পোশাকে তাকে কেমন দেখাচ্ছে।