গুঞ্জনটা ছিল বহুদিনের। তবে মুখ খোলেননি মেহজাবীন। কিছুদিন আগে বিয়ের ঘোষণা দিয়ে অবশেষে বিয়ে সারলেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। দীর্ঘ ১৩ বছরের প্রেম শেষে গাঁটছড়া বাঁধলেন প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে।
স্নিগ্ধ সাজে প্রশংসা কুড়িয়েছেন মেহজাবীন চৌধুরী। নিখুঁত এমব্রয়ডারি করা আইভরি লেহেঙ্গা পরেছিলেন বিয়েতে। বর আদনান পরেছিলেন কফি রঙের শেরওয়ানি। কলারে ছিল জারদৌসির কাজ। প্যান্ট ছিল অফ হোয়াইট রঙের।
মেহজাবীন লম্বা ঝালর দেওয়া ওড়নায় মাথা ঢেকেছিলেন। শুভ্রতার স্নিগ্ধতা জুড়ে ছিল তার সাজপোশাকে। মুক্তা বসানো ভারী কাজের লেহেঙ্গাটির ব্লাউজ ছিল ফুলস্লিভ। ব্লাউজের কাটআউট নকশা ছিল মুক্তা দিয়ে সাজানো। গলায় পরেছিলেন জমকালো চোকার।
টানা দুল, টায়রা-টিকলিতে বিয়ের আমেজে দিয়েছেন পরিপূর্ণতা। মেহেদি ভর্তি হাতে ছিল কুন্দনের নজরকাড়া ব্রেসলেট। জাহিদ খান ব্রাইডাল মেকওভার থেকে বিয়ের সাজ সেজেছিলেন মেহজাবীন।