X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

ছুটিতে বাড়ি যাওয়ার আগে এই ৬ বিষয়ের প্রতি লক্ষ রাখা জরুরি

জীবনযাপন ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ১৬:৪০আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৬:৪০

ঈদের লম্বা ছুটি শুরু হয়ে গেছে। ঈদের ছুটি মানেই পরিবারের সবাই মিলে গ্রামের বাড়ি যাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়া। দীর্ঘদিনের জন্য বাসাবাড়ি ফাঁকা রেখে যাওয়ার আগে কিছু বিষয়ের প্রতি লক্ষ রাখা প্রয়োজন। এতে অযথা বিদ্যুৎ খরচ যেমন রোধ করা যাবে, তেমনি এড়ানো যাবে দুর্ঘটনার ঝুঁকি।
 

  1. যেহেতু বেশ কয়েকদিন বাড়ি ফাঁকা থাকবে, সেহেতু বৈদ্যুতিক সুইচগুলো সব ঠিকঠাক বন্ধ আছে কিনা সেটা ভালো করে যাচাই করে নিন। এসি, গিজারের সুইচ অফ কিনা দেখে নিন। অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ বাড়বে না এতে। টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, চার্জার এবং অন্যান্য ডিভাইসের প্লাগ খুলে রাখুন। এতে বিদ্যুতের অপচয় রোধ হবে এবং শর্টসার্কিটের ঝুঁকি কমবে।
  2. শক্তিশালী তালা ব্যবহার করুন দরজায়। সম্ভব হলে পাসওয়ার্ড নির্ভর বা ডিজিটাল তালা ব্যবহার করুন। এ ধরনের স্মার্ট লক মুঠোফোনের অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এতে তালা ভাঙার ঝুঁকি কমে এবং বাসার নিরাপত্তা জোরদার হয়। 
  3. যেহেতু বেশ কিছুদিন গাছে পানি দেওয়া সম্ভব হবে না, সেহেতু গাছগুলোর প্রতি বিশেষ নজর দেওয়াও জরুরি। একদম সরাসরি রোদ পড়ে এমন স্থান থেকে গাছগুলো সরিয়ে ফেলুন। নাহলে রোদের তাপে দ্রুত গাছ বিবর্ণ হয়ে পড়বে। আলো পড়বে কিন্তু রোদ পড়বে না এমন স্থানে রাখুন টবসহ গাছ। বারান্দার যে অংশে রোদ পড়ে না সে অংশে রেখে যেতে পারেন। কোকোডাস্ট মাটির ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। গাছের গোড়ায় ঘন করে কোকোডাস্ট ছড়িয়ে দিতে পারেন। এছাড়া নারকেলের ছোবড়ার গুঁড়া কিংবা কাঠের গুঁড়াও মাটির পানি ধরে রাখতে পারে। কার্যকর একটি পদ্ধতি হচ্ছে সলতে বা দড়ির সাহায্যে পানি দেওয়া। এজন্য লাগবে পাটের দড়ি ও বড় বালতি। টবের পাশে বালতিতে পানি রাখুন। পাটের দড়ি ভিজিয়ে এর এক প্রান্ত পানিতে ডুবিয়ে রাখুন এবং অন্য প্রান্তটি টবের মাটির তিন ইঞ্চি ভেতরে পুঁতে দিন। মাটি শুকিয়ে এলে দড়ির সাহায্যে বালতি থেকে পানি টবে চলে আসবে। ইনডোর প্ল্যান্ট বা অল্প গাছ হলে বালতির বদলে গ্লাস বা হাঁড়িও ব্যবহার করা যেতে পারে।
  4. ঘর ও ঘরের বাইরের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা সংযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক সিসিটিভি ক্যামেরা মুঠোফোনের সঙ্গে সংযুক্ত করা যায়, যার মাধ্যমে দূর থেকেও বাসার পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব।
  5. সম্ভব হলে ফ্রিজের সংযোগ বিচ্ছিন্ন করে যান। যদি কিছু খাবার সংরক্ষণ করতে হয়, তবে ফ্রিজের তাপমাত্রা সর্বনিম্ন রেখে যেতে পারেন। ফ্রিজ খালি থাকলে, এর দরজা সামান্য খোলা রেখে দিন, যাতে ভেতরে দুর্গন্ধ না জমে।
  6. প্রতিবেশীকে জানিয়ে যান এবং যোগাযোগ রাখুন। এতে কোনও অস্বাভাবিক কিছু লক্ষ করলে দ্রুত তারা ব্যবস্থা নিতে পারবেন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৫)
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ