X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ক্ষুদ্র ব্যবসা পরিচালনা সংক্রান্ত সেবা দিচ্ছে ‘শপআপ’

লাইফস্টাইল ডেস্ক
২০ অক্টোবর ২০২০, ১৬:১৫আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৮:২৪

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান ‘শপআপ’ ১৯০ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। দেশীয় স্টার্টআপগুলোর মধ্যে সিরিজ-এ তে সর্বোচ্চ বিনিয়োগ পাওয়ার রেকর্ড এটি। শপআপে যৌথভাবে এ বিনিয়োগ করেছে ভারতের সেকুইয়া ক্যাপিটাল এবং ফ্লোরিস ভেঞ্চার। সাথে রয়েছে ভিওন ভেঞ্চার, স্পিড ইনভেস্ট ও সিঙ্গাপুরভিত্তিক লনসডেল ক্যাপিটাল। সেকুইয়া ক্যাপিটাল এবং ফ্লোরিস ভেঞ্চারের বাংলাদেশে প্রথম বিনিয়োগ এটি।

ক্ষুদ্র ব্যবসা পরিচালনা সংক্রান্ত সেবা দিচ্ছে ‘শপআপ’

বাংলাদেশে ৪৫ লাখেরও বেশি মুদি দোকান রয়েছে যা দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের মোট সংখ্যার প্রায় আটানব্বই শতাংশ। এশিয়ার মধ্যে এই হার বাংলাদেশেই সর্বোচ্চ। এত বিশাল সংখ্যক দোকানদাররা তাদের প্রয়োজনীয় পণ্য ডিস্টিবিউটর এবং পাইকারি বিক্রেতাদের কাছ থেকে কিনতে গিয়ে নিয়মিত সমস্যার সম্মুখীন হন। অতি সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা যায়, তিয়াত্তর শতাংশ মুদি দোকানদার বাকিতে পণ্য বিক্রি করেন কিন্তু তাদের মধ্যে মাত্র সাতাশ শতাংশের লোন পাওয়ার মতো সক্ষমতা রয়েছে। পণ্যের স্বল্পতা, মূল্য নির্ধারণে অস্বচ্ছতা, সময় মত ডেলিভারির অভাব, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের দৈনন্দিন ব্যবসা পরিচালনায় এক মারাত্মক  প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।

শপআপ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সকল ব্যবসা প্রক্রিয়া সহজ করে, মালামাল দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং বাকিতে মালামাল ক্রয়সহ ব্যবসা পরিচালনার পরিপূর্ণ সমাধান প্রদান করে। শপআপের এসব সহজ সমাধানের ফলে মুদি দোকানদাররা কম পরিশ্রমে অধিক মুনাফা অর্জন করতে পারছেন এবং তাদের ব্যবসায়িক পরিধি বৃদ্ধি ও ক্রেতাদের সাথে আরও বেশি ভালো সম্পর্ক স্থাপনে মনোযোগী হতে পারছেন।

দেশের পরিধি পেরিয়ে এ বছরের শুরুতে ভারতের বেঙ্গালুরুতে তাদের কার্যক্রম শুরু করে শপআপ। এর মধ্যে দিয়ে যোগ্য কর্মীদের খুঁজে বের করে ব্যবসায়িক লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চায় শপআপ।
উল্লেখ্য, অতি সম্প্রতি ভারতীয় ই-কমার্স প্ল্যাটফর্ম 'ভূণিক' শপআপের সাথে একীভূত হয় এবং এর ফলে ভূণিকের প্রতিষ্ঠাতারা শপআপে কো-ফাউন্ডার হিসেবে যোগ দেন।
শপআপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা আফিফ জামান বলেন, ‘আমরা সবসময় বিশ্বাস করি এই দশক হবে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উত্থান ও সফলতা অর্জনের সময়। আমরা ইন্টারনেট ও প্রযুক্তির সহায়তায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোর সফলতা অর্জনে বিশ্বাস করি এবং এই উদ্দেশ্যেই শপআপের যাত্রা শুরু হয়, কারণ আমরা সবসময় এ বিশাল পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হতে চেয়েছি। এই সিরিজ-এ বিনিয়োগ আমাদের ক্ষুদ্র ব্যবসাগুলোতে আরও বেশি সক্ষমতা তৈরি, উৎপাদনকারীদের সাথে আরও গভীর সম্পর্ক স্থাপন এবং আরও বেশি প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক কাঠামো তৈরিতে সাহায্য করবে।’

সিঙ্গাপুর ভিত্তিক সেকুইয়া ক্যাপিটালের (ভারত) ভাইস প্রেসিডেন্ট ক্লাউস ওয়াংবলেন, ‘শপআপ মুদি দোকানিদের পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম যা এসএমই ব্যবসায়ীদের উচ্চমান সম্পন্ন পণ্য প্রদান, সঠিক সময়ে পণ্য সরবরাহ, বিশ্বস্ত পণ্য সরবরাহ ব্যবস্থা এবং সহজে বাকিতে মালামাল ক্রয় করার মত সাহায্য প্রদান করে। সেকুইয়া ক্যাপিটাল দৃঢ়ভাবে শপআপের ব্যবসায়িক মডেলে বিশ্বাস করে এবং এটি আমাদের জন্য সবসময় আনন্দদায়ক কারণ শপআপ প্রযুক্তির সহায়তায় ডিজিটাল রূপান্তর ঘটাচ্ছে।’

ফ্লোরিস ভেঞ্চারের গ্লোবাল ইনভেস্টমেন্ট পরামর্শক স্মিতা আগারওয়াল বলেন, ‘শপআপ একটি ব্যতিক্রমী প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক মডেল যেটি এসএমইদের জন্য কমার্স, লজিস্টিকসসহ প্রয়োজনীয় বাকি সহায়তা দেয় এবং তাদের ব্যবসার বৃদ্ধিতে সহায়তা করে।’

ক্ষুদ্র ব্যবসা পরিচালনা সংক্রান্ত সেবা দিচ্ছে ‘শপআপ’

করোনা মহামারি বিদ্যমান ইকোসিস্টেমের উপর চাপ সৃষ্টি করেছে এবং ভোক্তাদের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়েছে। শপআপে লেনদেন করা মুদি দোকানিদের সংখ্যা বেড়েছে বহু গুণ এবং এ বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত শপআপের ব্যবসার পরিধি বেড়েছে ৮.৫ গুণ। একই সাথে, মহামারিতে ব্যবসা টিকিয়ে রাখতে এবং ক্রেতাদের কাছে সঠিক সময়ে পণ্য পৌঁছাতে অসংখ্য মুদি দোকানি অনলাইন ওয়েবসাইটে এবং ফেসবুকসহ অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা পরিচালনা শুরু করেছে। এর ফলে দ্রুততম সময়ে সঠিকভাবে পণ্য পরিবহন নিয়ে সংকট তৈরি হয়েছে। শপআপের ডেলিভারি সেবা ‘রেডএক্স’ এসব ব্যবসায়ীদের পণ্যের জন্য দেশজুড়ে বিস্তৃত ডেলিভারি সেবা প্রদান করছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন