X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বব ডিলানের চিত্রকলা

অহ নওরোজ
০৪ মার্চ ২০১৭, ২৩:৪২আপডেট : ০৫ মার্চ ২০১৭, ০০:১৪

বব ডিলানের চিত্রকলা
বব ডিলান শুধুমাত্র গান নিয়েই পড়ে থেকেছেন তা নয়। গান লেখা এবং গাওয়ার পাশাপাশি রচনা করেছেন একাধিক কাব্যগ্রন্থ। ‘কোরনিকেলস; ভলিউম ওয়ান’ নামে লিখেছেন নিজের একটি আত্মজীবনীমূলক গ্রন্থও। এছাড়া জীবনের বিভিন্ন সময়ে প্রচুর ছবি এঁকেছেন। যার প্রদর্শনীর মাধ্যমে চিত্রশিল্পী হিসেবে বব ডিলান অর্জন করেছেন বিশ্বজোড়া সুখ্যাতি। ২০০৯ সালে চিত্রকলায় বিশেষ অবদানের জন্য পেয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদক ‘মেডেল অফ আর্টস’।

ছোটবেলা থেকেই গানের সাথে সাথে ছবি আঁকার চর্চা চালিয়ে গেলেও অনেক পরে চিত্রশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন ডিলান। প্রথমবারের মতো ডিলানের চিত্রকলা সবার নজরে আসে ১৯৭০ সালে। সে বছর ডিলানের অন্যতম জনপ্রিয় এ্যালবাম ‘সেলফ পোট্রেট’ প্রকাশিত হয় যার প্রচ্ছদ ডিলান নিজে হাতে একেছিলেন। এ্যালবামটির প্রচ্ছদ হিসেবে ডিলান নিজের মুখমণ্ডলের একটি প্রতিকৃতি একেছিলেন, পরবর্তীতে ডিলানের আঁকা নিজের এই প্রতিকৃতি বেশ জনপ্রিয়তা লাভ করে। এরপর ১৯৭৪ সালে প্রকাশিত এ্যালবাম ‘প্লানেট ওয়েভস’-এর প্রচ্ছদও ডিলান নিজেই আঁকেন। এর বেশ কিছু বছর পর ১৯৯৪ সালে বিশ্বের সবচেয়ে বড় চিত্রকলা বইয়ের প্রকাশনী ‘পেঙ্গুইন র‍্যান্ডম বুক হাউজ’ প্রকাশ করে ডিলানের প্রথম চিত্রকলার বই ‘ড্রোন ব্লাঙ্ক’। কিন্তু প্রথম বই প্রকাশ হওয়ার ১৩ বছর পর ডিলানের চিত্রকলার প্রথম প্রদর্শনী হয়। ২০০৭ সালে জার্মানির কেমনিত্জ শহরের কুনসামলাঙ্গায় ‘দ্য ড্রোন ব্লাঙ্ক সিরিজ’ নামে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ডিলানের প্রায় ২ শ’র অধিক জলরং এবং গোয়াশে আঁকা ছবি প্রদর্শিত হয়। এই প্রদর্শনী থেকেই বেছে সেরা ১৭০টি ছবি একত্র করে সে বছর প্রকাশিত হয় ডিলানের ২য় চিত্রকলার বই ‘দ্য ড্রোন ব্লাঙ্ক সিরিজ’।

ড্রোন ব্লাঙ্ক সিরিজ এরপর ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের এপ্রিল পর্যন্ত ডেনমার্কের জাতীয় গ্যালারীতে অনুষ্ঠিত হয় ডিলানের দ্বিতীয় প্রদর্শনী। এতে প্রদর্শিত হয় ডিলানের আঁকা ৪০টি বিশাল অ্যাক্রালিক চিত্রকলা। এই চিত্রপ্রদর্শনীর নাম দেওয়া হয় ‘দ্য ব্রাজিল সিরিজ’ । সে বছর ওই নামেই অর্থাৎ ‘দ্য ব্রাজিল সিরিজ’ নামে ডিলানের ৩য় চিত্রকলার বই প্রকাশিত হয়।

দ্য ব্রাজিল সিরিজ এদিকে একই বছরের জুলাই মাসে বিশ্বের অন্যতম জনপ্রিয় গ্যালারি ‘গিগোজিয়া গ্যালারী’র পরিচালক ডিলানের চিত্রকলা প্রদর্শনের ব্যাপারে আগ্রহ দেখান। যে কারণে গিগোজিয়া গ্যালারীর যুক্তরাষ্ট্র শাখার গিগোজিয়া ম্যাডিসন এভিনিউ গ্যালারীতে সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে শুরু হয় ডিলানের তৃতীয় প্রদর্শনী। এই প্রদর্শনীর নাম দেওয়া হয় ‘দ্য এশিয়া সিরিজ’। এতে উঠে আসে চীন এবং পূর্বপ্রাচ্যের বেশ কিছু দেশের বিভিন্ন দৃশ্য। সে বছর ‘দ্য এশিয়া সিরিজ’ প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পাওয়ায় প্রায় ৭ মাসের অধিক সময় ধরে এই প্রদর্শনী চলে। এদিকে এই প্রদর্শনী নিয়ে নিউইয়ার্ক টাইমসের নিয়মিত প্রতিবেদনের কারণে বিশ্বব্যাপী ‘দ্য এশিয়া সিরিজ’ নিয়ে চিত্রশিল্পীদের মধ্যে বিশাল আলোড়ন তৈরি হয়। বব ডিলান গান এবং কবিতার পাশাপাশি চিত্রশিল্পী হিসেবে তৈরি করে নেন নিজের এক অনন্য অবস্থান।

আত্মপ্রতিকৃতি এরপর ২০১২ সালের নভেম্বরে ৩০টি চিত্রকলা নিয়ে গিগোজিয়া গ্যালারীতে ‘রেভিসিওনিস্ট আর্ট’ এবং ২০১৩ সালে ইতালির বিখ্যাত পর্যটন শহর মিলানের বিখ্যাত ‘প্লাৎজো রিয়ালে’-তে ‘নিউ অর্লিন্স সিরিজ’ নামে পরপর দুইটি প্রদর্শনীর মাধ্যমে ডিলান চিত্রকলার জগতে আরও বেশী প্রশংসিত হন। বিশেষ করে ‘নিউ অর্লিন্স সিরিজ’ প্রদর্শিত হওয়ার পর ইতালির বাজারে ডিলান একটি নতুন জায়গা সৃষ্টি করতে সক্ষম হন। অর্লিন্স হল ফ্রান্সের একটি শহরের নাম। এই সিরিজের সকল ছবি ইউরোপের বিভিন্ন দেশে এঁকেছিলেন বব ডিলান।
এছাড়া ২০১৩ সালে আগস্ট মাসে ব্রিটেনের ন্যাশনাল পোট্রেট গ্যালারীতে ‘ফেস ভ্যালু’ এবং নভেম্বরে লন্ডনের হ্যাল্কন গ্যালারীতে ‘মুড সুইংস’ শিরোনামে ডিলানের চিত্রকলার দুইটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এপর্যন্ত ডিলানের মোট ৬ টি চিত্রকলার বই প্রকাশিত হয়েছে। এগুলো যথাক্রমে ‘ড্রোন ব্লাঙ্ক’ (১৯৯৪), ‘দ্য ড্রোন ব্ল্যাংক সিরিজ’ (২০০৮), ‘দ্য ব্রাজিল সিরিজ’ (২০১০), ‘দি এশিয়া সিরিজ’ (২০১১), ‘রেভিসিওনিস্ট আর্ট’ (২০১৩) এবং ‘বব ডিলান: ফেস ভ্যালু’ (২০১৪)। বিভিন্ন সময়ে এই বইগুলো সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় থেকে প্রচুর পরিমাণে আলোচিত হয়েছে যে কারণে চিত্রশিল্পী হিসেবে ডিলানের খ্যাতি অনস্বীকার্য।

সম্পর্কিত
সর্বশেষ খবর
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?