X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

নতুন, অচেনা ও অজানা শব্দ খুঁজি : সুদীপ্ত মাহমুদ

সাহিত্য ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২১

সাহিত্য বিভাগের আয়োজনে নির্ধারিত প্রশ্নে সাক্ষাৎকার দিয়েছেন কবি সুদীপ্ত মাহমুদ। তার কবিতার বই `তোমাতে চিরন্তন’।  

বাংলা ট্রিবিউন: কোন বিষয় বা অনুভূতি আপনাকে কবিতা লিখতে অনুপ্রাণিত করে?

সুদীপ্ত মাহমুদ: অনুপ্রাণিত বিষয়টি খুব ক্ষণস্থায়ী। এ শব্দে আমি নেই। তবে সাক্ষাৎকারে বিষয়টি বলা কঠিন আবার কঠিন ঠিক না...তবে আমার লেখায় অনুভূতি প্রকাশ করতে পারি। তবুও কিছু বলি। যেমন: লিপস্টিক, গোপন যৌনতা, অতীত, অবহেলা, যুদ্ধ, গন্ধ, কারাদণ্ড, ঘড়ির টিক টিক শব্দ, এবং, ও, তুমি, আমি, বিরামচিহ্ন। এই আরকি। তবে আরো আছে হয়ত বহু ও অনেক।

বাংলা ট্রিবিউন: আপনি কী ধরনের থিম বা বিষয় নিয়ে কবিতা লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?

সুদীপ্ত মাহমুদ: নির্দিষ্ট কিছু নেই ও স্বাচ্ছন্দ্যবোধেরও কিছু নেই। লেখি, প্রকাশ করি।

বাংলা ট্রিবিউন: আপনি তাৎক্ষণিক অনুপ্রেরণায় লেখেন, নাকি ধীরে ধীরে শব্দ সাজান?

সুদীপ্ত মাহমুদ: কখনো তাৎক্ষণিক লেখি আবার কখনো বছর হয়ে যায়। যেমন, এবছর তুমি আমার কপালে চুমু দিলে, পরের বছর ঠোঁটে চুমু দেবে।

বাংলা ট্রিবিউন: আপনার কবিতার ভাষা ও শৈলী কীভাবে বেছে নেন?

সুদীপ্ত মাহমুদ: এ বিষয়টি নিয়ে আমি গবেষণা করি। নতুন, অচেনা ও অজানা শব্দ খুঁজি; কখনো শব্দ বানাই।

বাংলা ট্রিবিউন: কোন কোন কবির প্রভাব আপনার লেখায় আছে?

সুদীপ্ত মাহমুদ: কোনো কবির প্রভাব আমার লেখায় নেই। তবে আমার নিজের প্রভাব আমার লেখায় আছে।

বাংলা ট্রিবিউন: কথাসাহিত্যের চর্চা করেন? এ চর্চা আপনার কবিতায় কতটুকু প্রভাব রাখে?

সুদীপ্ত মাহমুদ: এ চর্চায় যদি সীমাবদ্ধতা ও ক্ষণস্থায়ীত্ব থাকে তাহলে আমি নেই। তবে সাহিত্যচর্চা তো করতেই হয়। তা না হলে শব্দ, বাক্য, ভাষা ও বিরামচিহ্ন এসব প্রকাশের মাধ্যম পাব কীভাবে। সেটা বাংলা সাহিত্য হোক বা ইংরেজি সাহিত্য।

বাংলা ট্রিবিউন: আপনার প্রথম কবিতার বই সম্পর্কে কিছু বলুন। প্রথম বই প্রকাশের অনুভূতি কেমন ছিল?

সুদীপ্ত মাহমুদ: Eternal in you (তোমাতে চিরন্তন) আমার এই গ্রন্থে আমি ‘চিরন্তন’কে বুঝিয়েছি। যেমন:
তোমার ভেতর জুড়ানোর জন্য কেন আমি কোনো উড়াল শব্দ ব্যবহার করব। কেন আমি তোমাকে শুধু আমার করবার চেষ্টা করব প্রলোভন দেখিয়ে। কেন তোমাকে পাবার জন্য যুদ্ধ করব। তোমার জন্য কেন আমি চাঁদ, তারা, সূর্য, পাহাড়, সাগর এসবের স্থান পরিবর্তন করে দেব। কেনইবা তোমার আমি শুধু সুখই হব।
তোমার জন্য থাকবে আমার নির্দিষ্ট একটি শব্দ যা শুধু তোমার। অথবা থাকবে শুধু ক্রিয়ার প্রকাশ। তোমাতে জুড়ে আমি। আমি শুধু তোমার। তাহলেই সব। তোমার আঘাত আমি ভুলে যাব তা হবার নয়। আমি তোমার আঘাত হব। আমি চিরন্তন তোমার। তোমাতে চিরন্তন।
এই গ্রন্থটি রচনার অনুভূতি আসলে চিরন্তন। এই গ্রন্থে আমি দুটি শব্দ প্রকাশ করিনি, 'ভালোবাসা' ও 'প্রেম'—কারণ এই দুটি শব্দ এবং এর সবকিছু খুব ক্ষণস্থায়ী। কেননা আমার অনুভূতি আমার নিজের তৈরি শব্দতে ও ক্রিয়াতে।

বাংলা ট্রিবিউন: সমকালীন সামাজিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক ঘটনা কি আপনার কবিতায় প্রভাব ফেলে? যদি ফেলে, তবে কীভাবে তা প্রকাশিত হয়?

সুদীপ্ত মাহমুদ: না, প্রভাব ফেলে না। তবে এভাবে প্রভাব ফেলতে পারে, যেমন: কেউ যদি অন্য কিছুতে প্রভাবিত হয়ে এরকম কিছু করে, যার জন্য তাকে গ্রেফতার হয়ে কারাগারে যেতে হবে। তখন সে কারাগারে যেতে যেতে অথবা কারাগারে গিয়ে আমার লেখা পড়তে পারে। যা পড়বে,
তোমার লিপস্টিক নষ্টের কারণে বরং আমার কারাদণ্ড হোক,
কথা হলো, তুমি জিডি-তে কী লিখবে!;
আমি জানি—
তুমি লেখা অসম্পূর্ণ করে কাগজ ছিঁড়ে ছুটে আসবে আমার কাছে,
আমাকে অল্পক্ষণ জড়িয়ে ধরে তারপর তোমার ঠোঁট আমার চোয়ালে ঘেসিয়ে বলবে—
'পুরো লিপস্টিক নষ্ট করে দাও'

বাংলা ট্রিবিউন: পাঠকদের মন্তব্য আপনার লেখায় কোনো পরিবর্তন আনে?

সুদীপ্ত মাহমুদ: না, কোনো পরিবর্তন আনে না । কয়েকজন পাঠক আমাকে একদিন ও একবার কিছু বলেছিলেন। আমি শুধু শুনেছিলাম আর তাদের আমার অবুঝ প্রতিক্রিয়া প্রকাশে বলেছিলাম, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে—এই।  কিন্তু কিছু পরিবর্তন হয়নি। হবে না।

বাংলা ট্রিবিউন: ভবিষ্যতে কী ধরনের কবিতা লিখতে চান? নতুন কোনো ধারা বা শৈলীতে কাজ করার ইচ্ছা আছে কি?

সুদীপ্ত মাহমুদ: শুনেছি ও পড়েছি ভবিষ্যৎ ভাবা জ্ঞানীর কাজ। আমি কি জ্ঞানী! হয়ত অজ্ঞান। আসলে আমি কোনো ধারাতে আবদ্ধ নই। নতুনও নতুন আবার পুরোনো সেই তুমি অথবা নতুনের ভেতর পুরোনো, পুরোনো এর ভেতর নতুন।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’