X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
বিশ্ব সাহিত্যের খবর

বই চোরের দণ্ড

সাদমান সাবের
০৮ এপ্রিল ২০১৮, ১২:৩৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১২:৪৭

বই চোরের দণ্ড
বই চোরের দণ্ড : রুডলফ স্কোইঙ্গার। বয়স ৫৫। তিনি ইতালীয় হলেও কাজ করেন সেন্ট্রাল লন্ডনের একটি বইয়ের দোকানে। জে কে রাউলিংয়ের সাইন করা হ্যারি পটার সিরিজের (হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার) অরিজিনাল হার্ড কপি তিনি চুরি করেন। 

সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, ২৭ মার্চ তিনি বইয়ের সেলফ থেকে উপন্যাসটি নেন, সেখানে অন্য একটি উপন্যাস রেখে বের হওয়ার সময় অন্য বিক্রয়কর্মীরা তার পিছু নেন। পরে বইটি মিলিয়ে দেখতে গেলে তিরি ধরা পড়েন। পরে কয়েক ঘণ্টা পর তাকে দোকানে রেখে সিসিটিভির ফুটেজ দেখিয়ে দোষী সাব্যস্ত করা হয়। এক পর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

হ্যাচহার্সের সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকানের ব্যবস্থাপক হেলেন মিলস আদালতকে বলেন, আমি তাকে শান্তভাবে জিজ্ঞেস করি- আপনি কি হ্যারি পটার বিক্রি করেছেন? আমাদের প্রথম সংস্করণ ছিল হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার। আমাদের সব কর্মীরা এটা সম্পর্কে জানতো। পরে আমাদের সিকিউরিটি স্টাফকে জানানো হলে তারা কোর্টকে জানায়। পরে গত ৩ এপ্রিল ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে রুডলফকে দণ্ড দেওয়া হয় এবং বইটি পুরুদ্ধার করা হয়। 

বিশ্বের সবচেয়ে বড় বই বিক্রির উৎসব : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সারপং শহরে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বই বিক্রির উৎসব। ১২ দিনব্যাপী এ উৎসবের নাম দেওয়া হয়েছে ‘বিগ ব্যাড উলফ ইভেন্ট’।

আয়োজকরা জানিয়েছেন, এবার এ উৎসবে ৫৫ লাখ বই বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইংরেজি ও স্থানীয় ভাষায় প্রকাশিত বইয়ের চাহিদা রয়েছে। গত বছর প্রায় সাড়ে তিন লাখ দর্শক এই মেলায় এসেছিলেন এবং তারা বই কিনেছেন।

গত ২৯ মার্চ এ উৎসব উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার সংস্কৃতিমন্ত্রী পুয়ান মহারানী। তিনি বলেন, এ উৎসবে ৬০ থেকে ৮০ শতাংশ কমিশনে বই বিক্রি করা হবে। এসব বইয়ের ৮০ শতাংশ আমদানি করা হয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে। এ বই উৎসবের আয়োজক হলো জাভা রিটেল ইন্দোনেশিয়া। চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।

অনিতা শরিভের বিদায় : জনপ্রিয় আমেরিকান ঔপন্যাসিক অনিতা শরিভ আর নেই। গত ২৯ মার্চ ৭১ বছর বয়সে নিজ বাড়িতে পরলোক গমন করেন তিনি। তার প্রকাশক আলফ্রেড এ নোফ জানিয়েছেন, অনিতা শরিভ দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। ১৯৪৬ সালের ৭ অক্টোবর বোস্টনে জন্মগ্রহণ করেন তিনি। মূলত ঔপন্যাসিক হলেও গল্পেও জনপ্রিয়তা অর্জন করেন। তার প্রথম গল্প প্রকাশিত হয় প্রিস্ট আ আইল্যান্ড, ড্রিফটিং,(Past the Island, Drifting)। এটি ১৯৭৬ সালে ও হেনরি পুরস্কার লাভ করে। অনিতা শরিভের জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে ফায়ার সেশন সিরিজের তিনটি উপন্যাস ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। এগুলো হলো- ফিলড নোটস উইলডারনেস লুকআউট, এটি ২০১১ সালে হারপার কলিন্স থেকে প্রকাশিত হয়। ইয়ং ম্যান অ্যান্ড ফায়ার, ইউনিভিার্সিটি অফ শিকাগো থেকে ২০১৭ সালে প্রকাশিত হয়। এবং দ্য স্টারস আর ফারায়, এটি ২০১৭ সালে প্রকাশিত হয়। এছাড়া উপন্যাস দ্য পাইলট ওয়াইফস, এটি ১৯৯৮ সালে প্রকাশিত হয়।

সূত্র : নিই ইয়র্ক টাইমস, ইন্ডিপেন্ডেট, গার্ডিয়ান, দ্য নিউ পাবলিশিং স্ট্যান্ডার্ড ডটকম

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ