X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
বিংশ শতাব্দীর ফরাসি কবিতা ।। পর্ব-এক

করেছি নোঙর... ও অন্যান্য ।। ফিলিপ দনিস

অনুবাদ: জাকির জাফরান
২৭ জুন ২০২১, ১৩:৪৪আপডেট : ২৭ জুন ২০২১, ১৪:০৫

ফিলিপ দনিস (Filippe Denis) ১৯৪৭ সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীতে যে কয়জন কবি ফরাসি কবিতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, দনিস তাদেরই একজন। আন্তর্জাতিক অঙ্গনে তেমন নামডাক না থাকলেও কবিতায় স্বকীয়তার জন্য ফরাসি সাহিত্যে তার অবস্থান দৃঢ়। তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয় ও বেনিংটন কলেজে ফরাসি সাহিত্যে শিক্ষকতা করেন। ১৯৭৯ সালে উইস্কন্সিন বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত পত্রিকা Sub-Stance-এর সমকালীন ফরাসি কবিতার উপর একটি বিশেষ সংখ্যা সম্পাদনাও করেন। এমিলি ডিকেনসন, মেরিয়ানে মূর ও সিলভিয়া প্লাথ-সহ কয়েকজন আমেরিকান কবির কবিতা অনুবাদ করেছিলেন ফিলিপ দনিস। Cabier d’ombres(1974), Les Cendres de la voix (1975), Malgre la bouche(1977) ও Revif (1978) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। পল অস্টার-এর ইংরেজি অনুবাদ থেকে কবিতাগুলো বাংলায় ভাষান্তর করা হয়েছে।


পৃথিবী...

পৃথিবী—আমি যেন ঢুকেছি কোথাও
যেখানে থাকতে পারে না কেউই

(সূর্যসিক্ত স্বীকারোক্তি... বাতাসের বিরুদ্ধে)

কোনো মাতাল নক্ষত্রের প্রলোভন
একদিন আকাশ ও সত্তার মাঝখানে
একমাত্র প্রহেলিকা হবে...

শূন্যস্থান,
এই দেহ নিয়ে আমি মিশে যাই যেখানে।


ইতোমধ্যে

ইতোমধ্যে, পৃথিবীটা বহু বহু পেছনে—
আমাদের প্রত্যেকের
মৃত আত্মার আবির্ভাবের মতো।

তাড়াহুড়ো আমাদের বয়ে নিয়ে যায়,
অন্য কোথাও নয়
আমাদের ধাবিত করে শুধু ভবিষ্যের দিকে।

মন্থরতার গাড়ি
(শীতের তীব্র তির্যকতার মধ্যে)

কোনো চিত্রকল্প হুঙ্কার ছাড়ে যেখানে।


একটি নক্ষত্র

একটি নক্ষত্র,
ঐখানে—
জীবন থেকে ছিটকে বেরোনো
প্রতিটি প্রাণোচ্ছল জিনিসের
অ-বসবাসযোগ্য
অন্তরে।

ব্যথা
ক্ষরিত হয়
শুভ্রতায়,
রক্ত সঞ্চালন করে
নিয়ে আসে ভ্রমণের দ্রুততার ভিতরেও

(জলের বিস্তীর্ণ সড়কে)


করেছি নোঙর...

নোঙর করেছি তোমার রক্তে,
তোমারই ঘুমের রেখে যাওয়া
শূন্য গহ্বর,
এখন নিঃশ্বাস নেয়
তোমারই জন্য—

(শেষতম নক্ষত্রগুলোর মধ্য দিয়ে
বায়ু বয়)

পোষা মোরগ
ফেলে যায় জঞ্জাল
ঘোড়ার প্রান্তরে থুথু ছিটানোর শব্দ—

পথ ফুলে ওঠার আগেই
—তোমার কব্জির
ধমনীর মতো।


বেঁচে থাকা...

যে-ভাবে নিঃশ্বাস নেয় কেউ
সেইভাবে বেঁচে থাকা,
সরে যাওয়া
কারো জীবনের সম্মুখভাগে—

আমরা যেখানে পৌঁছুই
দিবসের অভ্যন্তর থেকে তা আবির্ভূত হয়
ঝঞ্ঝার মতোই,

আর অন্ধ করে
আমাদের নিঃশ্বাস।


প্রজাপতি বিষয়ক...

প্রজাপতির পাখনায়—খোদিত,
ধুলোর ভারসাম্য
ফুটে থাকে—

বর্ণমালা
আর পুস্প
আগমনী বার্তা দেয়
তোমার দুঃখের নব অধ্যায়ের—

(যখন পপি বীজ
সেলাই করে তার টকটকে লাল ক্ষত)

/জেডএস/
সম্পর্কিত
প্রিয় দশ
দোআঁশে স্বভাব জানি
প্রিয় দশ
সর্বশেষ খবর
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে