X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
জেমকন সাহিত্য পুরস্কার ২০২১

পুরস্কারপ্রাপ্তি আনন্দের

আফসানা বেগম
০৫ জুলাই ২০২২, ১৯:১০আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৯:১০

কথাসাহিত্যিক ও অনুবাদক আফসানা বেগম তার উপন্যাস ‘কোলাহল থামার পরে’র জন্য জেমকন সাহিত্য পুরস্কার ২০২১ পেলেন। আজ সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করা হয়। আফসানা বেগমের জন্ম ২৯ অক্টোবর, ১৯৭২। প্রকাশিত বই : ঝাঁপ ও অন্যান্য গল্প (অনুবাদ), রোমান সাম্রাজ্য (অনুবাদ), জীবন যখন থমকে দাঁড়ায় (নভেলা), দশটি প্রতিবিম্বের পাশে (ছোটোগল্প), লেখালেখি : তাদের ভাবনা (অনুবাদ)। এর আগে তিনি ‘জেমকন তরুণ কথাসাহিত্য’ পুরস্কার পেয়েছেন।


পুরস্কারপ্রাপ্তি সাধারণত আনন্দের। আমিও এই প্রাপ্তিতে আনন্দিত। সাহিত্যজগতে আমার পদচারণা অল্পদিনের, সেই হিসেবে একে বড়ো প্রাপ্তি মনে করছি। রচনার পাঠযোগ্যতা সম্পর্কে স্বীকৃতি নিঃসন্দেহে আমাকে গর্বিত করেছে।
প্রথমত, সমসাময়িক এবং অগ্রজ কবি-সাহিত্যিকের রচনার সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ছিল প্রভূত উৎসাহ ও অনুপ্রেরণার। মূলত সেটাই ছিল পুরস্কারের মতো। এর পর চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া নিজের কাছে কিছুটা অপ্রত্যাশিত ছিল বটে।
২০২১ সালের জেমকন সাহিত্য পুরস্কারের উদ্দেশে আমার উপন্যাস, ‘কোলাহল থামার পরে’ নির্বাচনের জন্য জেমকন সাহিত্য পুরস্কার কমিটি ও শ্রদ্ধেয় বিচারকদের জানাই আন্তরিক ধন্যবাদ।
পুরস্কার প্রাপ্তির মাধ্যমে ভবিষ্যতে যদি রচনাটির বহুল পাঠ সংঘঠিত হয়, তবে সেজন্য তাঁদের অগ্রিম কৃতজ্ঞতা জানাই।
আমাদের সমাজ নারীবান্ধব নয়। নারীকে এখানে প্রতিমুহূর্তে নানান প্রতিকূল পরিস্থিতি উতরে মানসিক ও শারীরিকভাবে টিকে থাকতে হয়। বাসস্থানের বাইরে তো বটেই, পরিবারের স্বজনদের হাতেও তাকে বারংবার নির্যাতনের সম্মুখীন হতে হয়। বাড়ির ভিতরে আপনজনের মাধ্যমে কন্যাশিশু ও নারীর ওপরে যে নির্যাতন হয় তা নিয়ে আমি প্রায়ই ভাবি। আপনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তা থেকে চট করে মুক্তি পাওয়া বেশিরভাগ ক্ষেত্রে দুঃসাধ্য হয়ে থাকে।
উপন্যাসটিতে এরকমই ভয়াবহ ও ক্রমাগত নির্যাতন ও তা থেকে মুক্তি পাওয়ার কিংবা মুক্তি ছিনিয়ে নেওয়ার আখ্যানের মাধ্যমে এক লড়াকু নারীর জীবন তুলে আনার চেষ্টা করেছি।
সমাজ সমূলে পরিবর্তন হবে কি না কিংবা কতদিনে হবে, তা আমাদের জানা নেই। তবে যার যার অবস্থান থেকে সমাজ পরিবর্তনের প্রত্যাশায় ক্ষুদ্র প্রচেষ্টা থাকা ইতিবাচক বলে মনে করি। এ কারণেই পরিবর্তনের স্বপ্ন থেকে মনের ভিতরে যে গুঞ্জনের উদ্ভব ঘটে তা লিপিবদ্ধ করতে গিয়েই এই উপন্যাস রচনার প্রয়াস পেয়েছি। এর জন্য যে কোনো স্বীকৃতি শীরোধার্য।

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক