X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৫, ০০:০৩আপডেট : ০৩ মে ২০২৫, ০০:২৩

শেষ ওভারে জয়দেব উনারকাট পাঁচ বলে তিন উইকেট নিলেন। তার শিকার হওয়ার আগে একটি করে ছক্কা মারেন ওয়াশিংটন সুন্দর ও রাহুল তেওয়াতিয়া। তাতে গুজরাট টাইটান্সের সংগ্রহ ২২০ ছাড়ায়। তাদের ইনিংসে শেষ ওভারেই যা একটু ঝলক দেখিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বাকি সময়ে আহমেদাবাদে চলেছে সাই সুদর্শন, শুবমান গিল ও জস বাটলারের ঝড়। তাদের তিন জনের ব্যাটে চড়ে ঘরের মাঠে গুজরাট ২২৪ রানের বিশাল সংগ্রহ করে। পরে বোলাররা সহজেই তা ডিফেন্ড করে ৩৮ রানের জয়ে অবদান রাখেন।

টপ অর্ডারের তিন ব্যাটার মিলেই করেছে ১৮৮ রান! দুই রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি সুদর্শন। ২৩ বলে ৯ চারে ৪৮ রান করেন তিনি। বড় সংগ্রহের ভিত গড়ে দেয় ওপেনিং জুটি। সুদর্শন ও গিল তৃতীয় ও চতুর্থ ওভারে আট বলের মধ্যে সাতটি চার মারেন।

দুজনের জুটি ছিল ৪১ বলে ৮৭ রানের। গিল ও বাটলারও একই ছন্দে ব্যাটিং করেন। দুজনের জুটি ছিল ৩৭ বলে ৬২ রানের। ৩৮ বলে ১০ চার ও ২ ছয়ে ৭৬ রান করে থামেন গিল।

তারপর বাটলার ১৯তম ওভারে দলীয় স্কোর দুইশ পার করে আউট হন। ৩৭ বলে ৩ চার ও ৪ ছয়ে ৬৪ রান করেন ইংলিশ ব্যাটার। তার সঙ্গে তৃতীয় উইকেটে ৩৪ বলে ওয়াশিংটন ৫৭ রান যোগ করেন। ২১ রান করে শেষ ওভারে উনারকাটের প্রথম শিকার তিনি।

৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ড সমৃদ্ধ করে গুজরাট। হায়দরাবাদের পেসার উনারকাট নেন তিন উইকেট।

বড় লক্ষ্যে নেমে শুরুটা ভালোই করেছিল হায়দরাবাদ। প্রসিদ্ধ কৃষ্ণার বলে রশিদ খানের দুর্দান্ত ক্যাচ হয়ে ট্রাভিস হেড বিদায় নিলে ধাক্কা খায় তারা। ১৬ বলে ২০ রান করেন অস্ট্রেলিয়ান ওপেনার।

গুজরাটের বোলার আর ফিল্ডাররা দারুণ নৈপুণ্য দেখিয়ে হায়দরাবাদকে দমিয়ে রাখেন। প্রয়োজনীয় রানরেট বাড়তে থাকলে আর পেরে ওঠেনি ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। ওপেনার অভিষেক শর্মা ৪১ বলে চারটি চার ও ছয়টি ছয়ে ৭৪ রানে থামলে তাদের জয়ের ক্ষীণ আশাও ফুরিয়ে যায়।

১৫তম ওভারে অভিষেককে থামান ইশান্ত শর্মা। তারপর টানা দুই ওভারে আরও তিন উইকেট হারায় হায়দরাবাদ। আইনরিখ ক্লাসেন (২৩) প্রসিদ্ধের শিকার হন। অনিকেত ভার্মা ও কামিন্দু মেন্ডিসকে টানা দুই বলে ফেরান মোহাম্মদ সিরাজ।

পরের ব্যাটাররা কেবল ব্যবধান কমাতে পেরেছেন। নিতিশ কুমার ও প্যাট কামিন্স ১৯ বলে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শেষ দিকে আলো ছড়ান। ১৯তম ওভারে রশিদ খানকে তিনটি ছক্কা মেরে ২১ রান তুলে গ্যালারি মাতান তারা। ৬ উইকেটে ১৮৬ রানে থেমেছে হায়দরাবাদ।

প্রসিদ্ধ ১৯ রান দিয়ে দুই উইকেট নিয়ে গুজরাটের সফল বোলার।

সুদর্শন ৫০৪ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে সূর্যকুমার যাদবকে পেছনে ফেলেছেন। তার সতীর্থ প্রসিদ্ধ ১৯ উইকেট নিয়ে জশ হ্যাজেলউডকে টপকে পার্পল ক্যাপের দাবিদার হয়ে আছেন।

১০ ম্যাচে সপ্তম জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গুজরাট। আর সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে হায়দরাবাদ। এখনও কাগজে কলমে টিকে আছে তাদের প্লে অফে খেলার আশা।

/এফএইচএম/
সম্পর্কিত
পদপিষ্টে নিহতের ঘটনায় আরসিবির শীর্ষ কর্মকর্তা গ্রেফতার
পদপিষ্টে ১১ মৃত্যু: ভাষা হারিয়ে ফেলেছেন কোহলি
বেঙ্গালুরু পেলো শিরোপা, আর কে কী পেলেন?
সর্বশেষ খবর
স্বাস্থ্য-শিক্ষা অধিদফতর ঘেরাও করে বিক্ষোভ
স্বাস্থ্য-শিক্ষা অধিদফতর ঘেরাও করে বিক্ষোভ
থানা থেকে লুট হওয়া পিস্তল মাটির নিচ থেকে উদ্ধার
থানা থেকে লুট হওয়া পিস্তল মাটির নিচ থেকে উদ্ধার
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
ক্যানসারে আক্রান্ত ফুটবলার ঋতুপর্ণার মা, টাকার অভাবে থমকে আছে চিকিৎসা
ক্যানসারে আক্রান্ত ফুটবলার ঋতুপর্ণার মা, টাকার অভাবে থমকে আছে চিকিৎসা
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার