X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

প্রসঙ্গ ‘অলক্তক’

ইজাজুল ইসলাম রাজু
২৮ মার্চ ২০২৪, ১৭:০৩আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৭:০৪

বিশ শতকের বর্ণনাভঙ্গিতে একুশ শতকের মানুষের হৃদয়াবেগ উঠে এসেছে ‘অলক্তক’-এর ষোলোটি গল্পে। বাস্তবের সাথে কল্পনার, ইতির সাথে নেতির, কৃত্রিমের সাথে প্রকৃতির, কঠিনের সাথে কোমলের যোগ সাধনের চেষ্টা রয়েছেন লেখক। আধুনিক মানুষের আশা-আকাঙ্ক্ষা, রূপান্তর, অপ্রাপ্তি, হতাশা, মনোবেদনা ইত্যাদির শৈল্পিক প্রকাশ গল্পগুলোতে লক্ষ্য করা যায়।

ফ্ল্যাশব্যাক ও চেতনাপ্রবাহ রীতি গল্পগুলোকে আকর্ষণীয় করে তুলেছে। প্রায় প্রতিটি গল্পে রয়েছে চিত্রাত্বক বর্ণনা। ফলে গল্প পড়ার সময় কাহিনির সাথে সাথে বায়োস্কোপ দেখার মতোই পাঠকের মনে ছবিগুলো একে একে ভেসে উঠতে থাকে। যেমন, ‘শান্তাহার জংশনের অপেক্ষা’ গল্পে শিরিনের বর্ণনা : ‘দূর থেকে দেখা যাচ্ছে স্টেশনের দিকে এক ভদ্র মহিলাকে আসতে। পিচরঙা শিবুরি বাটিকের একটা শাড়ি, কাঁধে একটা বড় ব্যাগ, চশমাপরা। শরীর স্থূল কিছুটা, ধীরে ধীরে হেঁটে আসছেন’; ‘বেহুলা স্বপ্নঘ্রাণ’ গল্পের বর্ণনা : ‘পুরোনো একটা স্যাঁতসেঁতে দোতলা বাড়ি। একতলায় কোনোরকম ছাদ নিশ্চিত থাকলেও, দোতলায় টিনশেড। নিচে দর্জির দোকান...দোকানের সামনেও নানা রঙের অসংখ্য কাপড়ের ছাট, যেগুলো সারাদিন ধরে পড়া বৃষ্টির পানিতে কাঁদার সাথে মাখামাখি হয়ে আছে।... সেলাই মেশিনের ঘটাং ঘটাং শব্দ আশেপাশে নিজের অস্তিত্ব জানান দিলেও দর্জি অসম্ভব স্থির, চুপচাপ’।

উত্তম পুরুষে বর্ণিত হলেও কখনো কখনো আঞ্চলিক সংলাপ এনে চমক দেখিয়েছেন তিনি। এসব ক্ষেত্রে চরিত্রের মুখের ভাষা কাহিনিকে বাস্তবোচিত করে তুলেছে। যেমন : ‘বু রো আইছ বাড়ে? পথত কোন অসুবিধা হয়নি তো’ (শন্তাহার জংশনের অপেক্ষা); ‘কেডা গো মিয়া তুমি? সাইকেল লইয়া দূরথন আইছো, আমার শ্বশুর বাড়ির লোক নাহি?’ (নিষিদ্ধ মানব) প্রভৃতি।

এছাড়া শব্দ চয়নে তিনি স্বাতন্ত্র্য ও সাহসিকতার পরিচয় দিয়েছেন যা গল্পগুলোকে প্রাণবন্ত করে তুলছে।

কোনো কোনো গল্পের শুরুতে বা শেষে লেখক পাঠকের সঙ্গে একান্ত আলাপ করেছেন যা পাঠকের সঙ্গে লেখকের দূরত্ব কমিয়েছে।

এছাড়া রয়েছে উপমা, উৎপ্রেক্ষা, প্রতীক প্রভৃতি অলংকারের ব্যবহার। ব্যাঙের ডাক, পুরোনো স্যাঁতসেঁতে বাড়ি, বারান্দাহীন ঘরের মতো প্রতীকের ব্যবহার চোখে পড়ে। ‘ভূগোল বইয়ের মানচিত্রে সে দেখে একটা সুখী সংসারের আয়তন’ (অম্লজান ফুল) এমন অলংকৃত বাক্য পাঠক-সমালোচকের নজর কাড়ে।

তবে কোথাও অতিরিক্ত বিশেষণ ব্যবহারের ফলে গল্পের কাহিনি কিছুটা শ্লথ হয়ে গেছে।


অলক্তক। লেখক : সানজিদা শহীদ। প্রকাশক : অন্বেষা প্রকাশন। প্রচ্ছদ : চারু পিন্টু । মূল্য : ৩০০ টাকা।

 

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রেসিডেনসিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
প্রেসিডেনসিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম