X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আমার শরীরে তোমার অনবদ্য আগুনশরীর

মোস্তাক আহমাদ দীন
১৩ মে ২০১৯, ০৮:০০আপডেট : ১৩ মে ২০১৯, ০৮:০০

আমার শরীরে তোমার অনবদ্য আগুনশরীর

বসন্ত

আমার জন্য সাত সাতটি দোজখ পুড়ছে

আর তুমি তার ভেতরে দাঁড়িয়ে হাসছ!

তোমার কিছুই পুড়ছে না

চুল না, মুখ না, কাঞ্চনজঙ্ঘাও পুড়ছে না

 

অথচ আমার প্রতিই খোলা রয়েছে তোমার

রাঙা-নাঙ্গা এক জোড়া চোখ

 

আমি কারও না কারও জন্য, নাকি ঠিক

তোমারই জন্য জানি না বসে আছি এই রঙ্গতীরে

বাঁশি বাজে, দোতরাও সঙ্গ দিয়ে যায়

আমার শরীরে তোমার অনবদ্য আগুনশরীর

 

বসে আছি : তুমি বের হয়ে এলে

যেন ফিরে যেতে পারি শীতপাহাড়ের দিকে

 

ইউসুফ

কীভাবে এ পাথরে এসে বসেছে বালক

আলোয় ভরে ওঠে এই কুয়াঘর

তাতে জলদাম আর পোকারাও দারুণ বিস্মিত 

কীভাবে এই শ্যামদেশে নেমে এল বালক ইউসুফ!

 

এখানে কে নেমে এসেছে জানি না

হাওয়াদূত না-কি সেই আদি বৃষ্টি-মিকাইল

 

একা বসে রয়েছে ইউসুফ

যার পায়ে দ্বাদশ তারকাপতন

 

হাতে তরমুজ ফেটে গেলে যেমন

লাল হয়ে ওঠে হাতের সুরত

আজ সেরকমই হয়ে আছে এই ছোট্ট কুয়াঘর

 

জলপোকাই-বা কেন,

এ আলোয় আমরাও কি কম বিস্মিত!

 

অকারণ

তুমি জলের উপরে দৌড়াচ্ছ

মেঘভর্তি এই রিঙরিঙে পায়ে

 

তহবন মোটেই ভেজে না!

 

গুমোট গাঙের তীরে কত শত লোক বসে আছে

 

তুমি ঘুমিয়েছ হাওয়ার ওপরে,

পাতা ভেসে এলে

এই একরতি পাতার ওপরে!

 

গুপ্ত জলগুল্ম জানে

জলের ওপরে

একা একা কেন দৌড়ে যাচ্ছ তুমি

 

মেঘে মেঘে হয়ে গেছে বেলা

চেরাপুঞ্জিতে তবু বৃষ্টিকণাও ঝরছে না

 

অবশেষ

একই গান গাইছ শুনি

দু-জনেই

একই ঘরে

সকালবেলায়

 

বেলা হয়ে এল

 

এ কী গান গাইছ বসে

দু-জনেই

গোধূলিবেলায়

 

হাসপাতালে

সাগরবেলায়

 

ছায়াবাজি

আমি কারও ছায়া ছুঁয়ে দেখিনি কখনো

 

একা হেঁটে হেঁটে তুমি যেখানে গিয়েছ

তার চারপাশে কালো হরফেরা দল বেঁধে ঘোরে

তোমার পেছনে শত বিদ্বানের ভিড়

ঘাড়ের পেছনে সাপ, এলোমেলো করমচা-হিজল

 

ছায়া ছুঁয়ে দেখিনি কখনো। তাই

হেঁটে হেঁটে চলে গেছি পাতার শয্যায়;

দেখেছি পাখির মেলা, জলবর্ণঝোপ,

দেখেছি ফুলদল, আলো প্রজাপতি

ফের ঝাঁপ দিতে গেছে প্রাচীন প্রথায়

 

দেখি বেড়ে গেছে ভিড়:

আমি ছায়া ছুঁতে আজ শব্দকর পেছনে দৌড়াই

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!