X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

কোয়ারেন্টাইন ইন হসপিটাল

ফারজিনা মালেক স্নিগ্ধা
১৭ এপ্রিল ২০২০, ০৯:০০আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০৯:০০

করোনায় আমরা ভীত নই। বরং মোকাবেলা করছি গৃহে অন্তরীণ থেকে। এতে হয়ত কিছুটা বাড়তেও পারে মানসিক চাপ। তাই আসুন, খুলে দেই মনঘরের জানালা। নিজেকে চালিত করি সৃজনশীলতায়। আপনি নিয়মিত লিখছেন, বা এটাই হতে পারে আপনার প্রথম গল্প। লিখুন ফেসবুকে। চটজলদি ৫০০ শব্দের গল্প, বাংলা ট্রিবিউনের জন্য। একইসঙ্গে নমিনেট করুন আপনার পছন্দের আরও ১০ জন লেখককে। সেরা ১০ জন লেখক পাচ্ছেন কাগজ প্রকাশনের বই। আর অবশ্যই হ্যাশট্যাগ দিন #বাংলাট্রিবিউনসাহিত্য

কোয়ারেন্টাইন ইন হসপিটাল

শাহনাজ আপার সাথে এটা আমার সেকেন্ড ইন্টারভিউ। প্রথম ইন্টারভিউটা ছিল তার বাসায়।

'আপা, শোনেন, রাজধানী নাইলে ইতিহাস বাসে আসবেন। একেবারে শেষ স্টপেজ, নন্দন পার্ক পার হইয়া আরো সামনে। চান্দুরা বাস স্ট্যান্ড, মোড়েই দেখবেন মুজিবের কলেজ আছে, নতুন হইছে, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ।’
শাহনাজ আপার এক দমে কথা বলার অভ্যাস আছে। এটা অবশ্য আমার জন্য ভালো। আমার রিসার্চটা কুয়ালিটেটিভ। উত্তরদাতা যত কথা বলে তত ইনডেপথ তথ্য আসে।
ভালো কথা! এই ফাঁকে জানিয়ে রাখি। আমি শানু রহমান। ভ্যানক্যুইবারে যখন পিএইচডি করতে যাই, আমার সুপারভাইজাররা কোনোরকম ‘টাং টুইস্ট’ না করেই নামটা বলে ফেলেন! আমার নামের মতো, আমার রিসার্চ প্রজেক্টও তাদের পছন্দ হয়। আমার প্রজেক্ট হলো বাংলাদেশের মায়েদের অভিজ্ঞতা জানা; যাদের প্রতিবন্ধী বাচ্চা আছে।
বুঝতেই পারছেন, শাহনাজ আপা হলো তেমন একজন; রিসার্চ পারটিসিপেন্ট। প্রথম ইন্টারভিউ শেষ হলো, কী যেন একটা জিজ্ঞেস করা হলো না! ফেরার পথেই মনে পড়ল—ওনার হাত কাঁপছিল খুব। দ্বিতীয় ধাপে তিন মাস পর আরেকটা ইন্টারভিউ নেয়ার কথা। এরমধ্যেই লকডাউন। এবার ফোনেই সেরে নিতে হবে প্রশ্নোত্তর। আগেই নোট নেয়া ছিল, তাই একেবারেই প্রথম প্রশ্ন ছিল, ‘আপা, আপনার হাত কাঁপে কেন?’

শাহনাজ আপা আচমকা এই প্রশ্নে একটু থেমে গেলেন। আমার অভিজ্ঞতা বলে এই অপ্রত্যাশিত প্রশ্নগুলো ডিটেইল উপাত্ত বের করতে ওস্তাদ। তাই আমিও চুপ থাকি, সেও সময় নেয়। খানিকক্ষণ পরে বলে, ‘সেই সময়ের পর থেকেই। নার্সরা তো প্রথম তিন-চার দিন ব্যান্ডেজ খুলে গোসল করাইছে। তারপর তো আমিই করাইতাম। যেইদিন গোসল করাইতাম সেইদিন একটা সাবান পুরা লাগত। বিছানায় শুয়াইয়া ব্যান্ডেজ খুলা লাগত; রক্তে ভাইসা যাইতো। চিক্কুর পাইরা কানতে পারতো না; খালি গোঙ্গাইতো। সরকারি হাসপাতাল, তুলা স্যাভলনের অভাব নাই। এক বালতি পানিতে এত্তগুলা তুলা ভিজাইতো। আমার শাড়ি, বিছানা, বালিশ, আয়ার শাড়ি, নার্সের শাড়ি সব রক্তে একাকার হয়ে যাইত। নার্সরে দিয়া পরে আর ব্যান্ডেজ খুলাইতাম না। কেন জানেন? ওরা কেচি দিয়া ব্যান্ডেজ আর চামড়া একসাথেই কাটত। আমার সারা শরীর শিরশিরায়ে উঠত। উনারা বলে, পোড়া চামড়ার চেয়ে কাটা চামড়া শুকায় তাড়াতাড়ি, তাই এইটাই করা লাগবে। সাত বছরের বাচ্চা। আপনার মেয়ের বয়সও ওর মতোই। ক্যামন লাগবো যদি শরীরের চামড়া কেউ কেচি দিয়া কাটে?’

আমার গায়ে কেমন একটা কাঁটা দিয়ে গেল। আমার মেয়ে? শাহনাজ আপাও একটু চুপ রইল। ধীরে ধীরে আবার বলা শুরু করলেন, ‘আমি আর পরে ওদের হাতে দিতাম না মেয়েরে। ছয় মাস হাসপাতালে ছিলাম। ওর শুকাইতে তো আরো দুই বছর লাগছে। এই পুরা সময় আমি ব্যান্ডেজ খুইলা দুই-তিন দিন পরপর গোসল করাইতাম। রক্ত আপা। সব ভাইসা যাইত রক্তে। মানুষের শরীরে এত রক্ত! প্রথম দিকে তো সারা শরীর থরথরায়ে কাঁপত। এখন তো শুধু হাত। ঐ যে কাঁপা শুরু করছে, এই সাত বছর পরে আইসাও সেই কাঁপা থামে না।’
—‘ছয় মাস ঐ বার্ন ইউনিটেই ছিল?’

—‘হ, আমি আর ও। বাপ তো খালি আইতো আর যাইতো। চোখটাও বন্ধ করি নাই এইসময়, একবারের জন্যও না। হাসপাতালের বাইরেই দোকান, আমি যাই নাই কোনোদিন। কেন জানেন? খালি আজরাইলরে দেখতাম ওয়ার্ডে। প্রত্যেকটা দিন কাওরে না কাওরে নিয়া যাইতাছে। আমি চোখ বন্ধ করলেই যদি ওরে নিয়া যায়? সারাক্ষণ পাহারা দিতাম। এই পুরা ছয় মাস।’

ভীষণ ক্লান্তিতে একটা সময় ইন্টারভিউ শেষ হয়। নাহ! আজ অনেক পরিশ্রম গেছে। ইউনির ইমেইল খুলি। এই হোম কোয়ারেন্টাইনের দিনে যেন মানসিকভাবে হেলদি থাকি তার জন্য একগাদা সাজেশন দেয়া। যাক, সব স্ট্রেস বাদ! মুভির লিস্ট বানাই, এমন ছুটি আবার কবে পাবো, কে জানে!

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
আজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনআজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...