X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শাবির ভর্তি ফরমের মূল্য কমাতে আন্দোলন

জাহিদ হাসান
১৩ অক্টোবর ২০১৬, ১৭:৩১আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৭:৪০

শাবি...

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফরমের মূল্য কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দেয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবরের মধ্যে আবেদন ফরমের মূল্য হ্রাস করে যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। অন্যথায় গণতান্ত্রিকভাবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ধর্মঘটসহ কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেয়া হয়েছে।

 বুধবার দুপুর ১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন, ‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চের সদস্যরা।

এসময় মঞ্চের মুখপাত্র ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক সারোয়ার তুষার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক গিয়াস বাবু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সোহেল মুন্নাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক,  স্বেচ্ছাসেবী,  সাংস্কৃতিক সংগঠন, ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সারোয়ার তুষার বলেন, শাবিতে এবারের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ১০০০-১২০০ টাকা যা গতবারের তুলনায় ভর্তি ফি বৃদ্ধি পেয়েছে ৩৩ শতাংশ। যেখানে গতবছরে ছিল, ৭৫০-৯০০ টাকা এবং ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ছিলো ৩০০-৩৫০ টাকা।

 শুধুমাত্র উচ্চমূল্যের কারণে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে না দেশের অধিকাংশ নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা,  প্রশাসন সম্ভবত সেটা ভুলে গেছে বলে মন্তব্য করেন মঞ্চের সদস্যরা।

প্রশাসনকে অচিরেই এধরনের অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সড়ে আসার আহ্বান জানিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের অনুরোধ করে বলেন,  ১৬ অক্টোবর থেকে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হলেও তারা যেন কয়েকটা দিন অপেক্ষা করেন। অন্যথায় মূল্য না কমালে সকল শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা।

এদিকে, আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় এ ইউনিট এবং দুপুর আড়াইটায় বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাওয়া যাবে।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে  ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের