X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিদায়, রঙে গানে ভালোবাসায়

শাবিপ্রবি প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৬, ০২:৩১আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ০২:৪২

গণিত বিভাগের ২১তম ব্যাচের র‌্যাগ ডে উপলক্ষে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

‘শেষ মুহূর্তের অনুভূতিতে শুধু অতীতের ভালোবাসার স্মৃতি। বিদায়ের সময় বন্ধুত্বের বন্ধনময় স্মৃতিগুলো রোমন্থন করতে গিয়ে মন কাঁদছে। দেখতে দেখতে কেটে গেছে চার চারটি বছর।’ কথাগুলো গণিত বিভাড়ের ২১তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসানের। বৃহস্পতিবার শিক্ষা সমাপনী (র‌্যাগ ডে) উৎসবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উল্লিখিত ব্যাচের বিদায়বেলায় বিষণ্ন হয়ে ওঠে ক্যাম্পাসের পরিবেশ।   

ভোর হতে না হতেই ক্যাম্পাসে আসার প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায়। সকাল সকাল ১১টা নাগাদ জড়ো হন বিভাগের প্রায় সবাই। সবার কণ্ঠে বিদায়ী পরিবেশোপযোগী জনপ্রিয় কিছু গান ফিরে ফিরে বেজে চলছিল। ‘দেখা হবে বন্ধু, কারণে আর অকারণে’, ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’। সাদা টি-শার্ট গায়ে জড়ানোর পর বন্ধুরা এ ওর গায়ে মজার মজার সব মন্তব্য লিখতে থাকেন। চলে রঙ ছোড়াছুড়ি। 

একই ব্যাচের শিক্ষার্থী উম্মে তাহেরা সুইটি বলেন, ‘আজকের দিনের মতো আনন্দ জীবনে পাবো না কখনও। দিনগুলি আর ফিরে আসবে না। বিদায়ের মুহূর্তটা স্মৃতিতে থেকে যাবে।’ প্রিয় ক্যাম্পাস ও বন্ধুদের হারানোর বিষণ্ন অনুভূতি ব্যক্ত করেন রাজিব, রাসেল, রিফাত, রাফাত, কেলি, আরাফাত, অনিক, তিশা, শিশির, শিমুল ও শ্যামাসহ আবিত, বাঁধন, লিজা, রিনা, মাহমুদ ও আরও অনেকে। ঢোল তবলা নিয়ে মেতে ওঠেন তিন বন্ধু শান্ত, সজীব, সৌমিত্র।

র‌্যাগ ডে উৎসবে চলে রঙের খেলা

শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে ১২টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় গানের তালে তালে নেচে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবন ‘সি’ এর সামনে এসে শেষ হয়। এর আগে এখানেই চলে সহপাঠী ও অনুজদের সঙ্গে নিয়ে কেক কাটা, রং ছোড়া ও ছবি তোলা। এরপর চারটা পর্যন্ত চলে সিলেট শহরে বেড়ানো। রাতে আয়োজন করা হয় গ্রান্ড ডিনার।

/এইচকে/

সম্পর্কিত
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সর্বশেষ খবর
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি