X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘প্রয়োজনে আবার প্রাণ দেব, তবুও আমাদের জমিতে আমরাই থাকবো’

সোয়াইব রহমান সজীব
১৬ নভেম্বর ২০১৬, ১৮:০২আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৮:০৬
image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের জমি তাদেরকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ ১৬ নভেম্বর বুধবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সাঁওতালপল্লীর বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী সম্পদ অয়ন মারান্ডী। গত ১৪ নভেম্বর বেসরকারি সংস্থা ব্র্যাকের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাঁওতালপল্লীতে গিয়েছিলেন তিনি। নিজ চোখে দেখে এসেছেন পিতৃপুরুষের ভিটার আর্তনাদ।

সাঁওতালদের জমি ফেরত দেওয়া,হামলা-হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করাসহ চারদফা দাবি তুলে ধরেন বক্তারা

তিনি বলেন, ‘গত ৬ নভেম্বর সাঁওতালপল্লীতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এখনও তার এতটুকু পাল্টায়নি। সেখানকার দুই গ্রামের মানুষ এখনও অবরুদ্ধ। বিরাজ করছে চরম আতঙ্ক। ৬ তারিখের ঘটনার পর হাজারখানেক মানুষ কোথায় গেছে আমরা বলতে পারি না। হামলায় পাঁচ জন মারা গেলেও গণমাধ্যমে তিনজনের খবর এসেছে। গর্ভবতী মাকে পুড়িয়ে মারা হয়েছে। মানুষ খোলা আকাশের নিচে,শীতে,অনাহারে দিন কাটাচ্ছে। যে ম্যাজিস্ট্রেট আমাদের ওপর গুলি করার নির্দেশ দেয় তার ত্রাণ আমরা নিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘সরকার আমাদের পুনর্বাসনের ঘোষণা দিলেও আমরা খাসজমিতে থাকতে চাই না। প্রয়োজনে আবার প্রাণ দিব,তবুও আমাদের জমিতে আমরাই থাকবো।’

তেল-গ্যাস,খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘জমিদখল,উচ্ছেদ,হত্যাকাণ্ডের ঘটনাগুলো আমাদের সমাজে এমনভাবে উপস্থাপিত হয় যেন সংখ্যাগুরুর স্বার্থে সেসব করা হচ্ছে। যখন অন্য ধর্মের ওপর আক্রমণ করা হয় তখন মুসলমানের নামে হয়। আর অন্য জাতির ওপর আক্রমণ হলে বাঙালির নামে করা হয়। কিন্তু সমগ্র মুসলমান,সমগ্র বাঙালি এর জন্য দায়ী নয়। আমরা যদি সাম্প্রদায়িক-জাতিগত হামলার বিরুদ্ধে সঠিকভাবে দাঁড়াতে পারি তবে প্রমাণিত হবে অত্যাচারী,নির্যাতনকারীরাই সংখ্যালঘু।’   

ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলি বলেন, ‘ঔপনিবেশিক সময় থেকেই এ ধরনের হামলা চলে আসছে। কখনও ধর্মের নামে,কখনও জাতীয়তাবাদের নামে সেসব হামলা হয়েছে। নিপীড়নের যে ঐতিহ্য এই রাষ্ট্রে তা কখনও ভোটের রাজনীতিকে কেন্দ্র করে হয়েছে,কখনওবা বাঙালি জাতীয়তাবাদের বড়াই থেকে হয়েছে। নিপীড়নের ঐতিহ্য আড়াল করলে চলবে না।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ রাহাতের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সভাপতি জুবায়ের টিপু।

সাঁওতালদের জমি ফেরত দেওয়া,হামলা-হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করাসহ চারদফা দাবি তুলে ধরেন বক্তারা। দাবি পূরণে আগামীকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন তারা। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি সংসদের আহ্বায়ক মশিউর রহমান,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের কোষাধ্যক্ষ নজীর আমিন চৌধুরী জয় প্রমুখ।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?