X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রাবিতে প্রকৌশল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

রাবি প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৭, ১৭:২৮আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৭:৩৩

রাবিতে আন্তর্জাতিক সম্মেলন

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘কম্পিউটার, কমিউনিকেশন, কেমিক্যাল, ম্যাটেরিয়ালস অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। সভাপতিত্ব করেন প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক মামুন-উর-রশিদ খন্দকার। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের সম্পাদক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক একরামুল হামিদ।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, স্বাধীনতার ৪৫ বছরে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করেছে। আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখাতে উন্নয়নও অপরিহার্য। এজন্য প্রয়োজন নিরন্তর গবেষণা ও আধুনিক বিশ্বের সাথে মতবিনিময়। সেই লক্ষ্যে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলন উদ্বোধনের পর অধ্যাপক মামনুনুল কেরামতের সভাপতিত্বে ৫টি প্রবন্ধ উপস্থাপিত হয়। এছাড়া প্রথমদিনে ম্যাটেরিয়ালস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন বিষয়ক ৩টি টেকনিক্যাল সেশনে ১৯টি ও একটি পোস্টার সেশনে ১৯টি প্রবন্ধ উপস্থাপিত হয়। দ্বিতীয় দিন শুক্রবার ন্যানোটেকনোলজি, কম্পোজিট ম্যাটেরিয়ালস, বায়োমেডিকেল, ভিএলএসআই, ইমেজ প্রসেসিং ও প্যাটার্ন রিকগনিশন বিষয়ক ৬টি সেশনে ২টি আমন্ত্রিত বক্তৃতা ছাড়াও ১৯টি প্রবন্ধ উপস্থাপিত হবে।

এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও কয়েকটি দেশের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবী বিশেষজ্ঞগণ অংশ নিয়েছেন।

/এফএএন/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ