X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শাবিতে জুনিয়র দ্বারা সাবেক শিক্ষার্থী লাঞ্ছিত

শাবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৮

শাবির সেই শিক্ষার্থী রাহাত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) এক সিনিয়র ছাত্রীকে যৌন হয়রানির এক মাস যেতে না যেতেই এবার জুনিয়রের কাছে লাঞ্ছিত হয়েছেন শাবির সাবেক শিক্ষার্থী। তিনি ব্যবসায় প্রশাসন বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযুক্ত শিক্ষার্থী ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিহাব শাহরিয়ার রাহাত। সে শাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দের অনুসারী ও শাহপরাণ হলের বাসিন্দা।

এ ঘটনায় শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এক লিখিত অভিযোগ করেছেন সাবেক এ শিক্ষার্থী।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ক্যাম্পাসের শহীদ মিনারের পাশে বন্ধুকে নিয়ে বেড়াতে যান অভিযোগকারী শাবির সাবেক শিক্ষার্থী। এসময় রাহাত তার বন্ধু-বান্ধবীকে নিয়েও একই দিকে যায় সে। কথা বলার এক মুহূর্তে সাবেক শিক্ষার্থী ও তার বন্ধুর উপর হঠাৎ চড়াও হয় সে এবং তাদের উপর হামলা করে। এর প্রতিবাদ করতে গেলে নিজেকে ছাত্রলীগ পরিচয় দিয়ে তাকে মারধর করে এবং দেখে নেওয়ার হুমকি দেয় রাহাত।

অভিযোগকারী শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, আমি ও আমার বন্ধু ক্যাম্পাসে ঘুরতে যাই। সে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে এবং অকথ্য ভাষায় গালি দেয়। তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কারের জন্য শাবি প্রশাসনকে জোর দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

অভিযুক্ত রাহাত ঘটনার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ক্যাম্পাসে কখনও কারো সাথে খারাপ আচরণ করিনা।

সহকারী প্রক্টর জাহিদ হাসান অভিযোগপত্র পাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। এ ঘটনায় দোষীর বিরুদ্ধে উপয্ক্তু শাস্তি গ্রহণের জন্য আমরা সুপারিশ করব।

গত ৩ জানুয়ারি ক্যাম্পাসে জুনিয়রের কাছে যৌন নির্যাতনের শিকার হন পদার্থবিজ্ঞান বিভাগের সিনিয়র এক ছাত্রী।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে