X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত

ঢাবি প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ১৫:১৭আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৫:২০

ঢাবিতে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ঢাবির মোজাফফর আহাম্মদ চৌধুরী অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঢাবির যোগাযোগ বৈকল্য বিভাগ, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ, আমদা বাংলাদেশ, ডাউন সিনড্রোম প্যারেন্টস সার্পোট বাংলাদেশ ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।  

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বে প্রতি ৮শ শিশুর মধ্যে একজন ‘ডাউন সিনড্রোম’ শিশু জন্ম গ্রহণ করে। সে হিসেবে বাংলাদেশে ২ লাখ মানুষ ডাউন সিনড্রোমে আক্রান্ত। তাই জাতীয় পর্যায়ে ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের সামাজিক মর্যাদা, গ্রহণযোগ্যতা, অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সমাজের সব শ্রেণির মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ আজিজ, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মেদ, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ রাজ্জাক, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক সরদার এ নাঈম, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক জোনায়েদ শফিক, সিইও ডা. সামিউল হাসান, মুক্তিযোদ্ধা আরপিসিটি চেয়ারম্যান ফরিদ আহাম্মেদ ভূইয়া ও সুইড বাংলাদেশ ধানমণ্ডি শাখার সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল মনির প্রমূখ।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ডাউন সিনড্রোম শিশু ও অভিভাবকদের নিয়ে শোভাযাত্রা ও বাডি সাইক্লিংয়ের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রায় ও আলোচনা সভায় ঢাবির যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাকিম আরিফ সভাপতিত্ব করেন। এতে  প্রধান অতিথি হিসেবে ঢাবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ‘বিশ্ব ডাউন সিনড্রোম দিবস অ্যাওয়ার্ড’ অর্জন করায় সরদার এ রাজ্জাককে ঢাবির যোগাযোগ বৈকল্য বিভাগের পক্ষে বিশেষ সম্মাননা জানানো হয়। এছাড়া অনুষ্ঠানে ‘ডাউন সিনড্রোম ভয়েস’ নামে একটি নিয়মিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
অননুমোদিত স্টিকারে ৩৬৩ মামলা, দুই হাজার গাড়ি ডাম্পিং: ট্রাফিক পুলিশ
অননুমোদিত স্টিকারে ৩৬৩ মামলা, দুই হাজার গাড়ি ডাম্পিং: ট্রাফিক পুলিশ
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি