X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

গণহত্যা দিবসে কুবির বাংলা বিভাগে প্রদীপ প্রজ্জ্বালন

কুবি প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ১৪:৪৭আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৪:৪৮

গণহত্যা দিবসে কুবির বাংলা বিভাগে প্রদীপ প্রজ্জ্বালন জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতের ভয়াবহ গণহত্যাকে স্মরণ করে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়েছে। বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদ’ শনিবার রাত ১০টায় বিভাগের করিডোরে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর কুন্ডু গোপীদাস। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি ড. জি. এম. মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, প্রভাষক কামরুন নাহার শীলা, সুমাইয়া আফরীন সানি, নূর মোহাম্মদ রাজুসহ বাংলা বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা।

মোমবাতি প্রজ্জ্বালনের প্রাক্কালে অনুষ্ঠানের প্রধান অতিথি ২৫ মার্চ ভয়াল কালো রাতের প্রত্যক্ষদর্শী, বীর মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর কুণ্ডু গোপীদাস সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘৭১ এর আজকের এই রাতে পাকিস্তান সেনাবাহিনী নিরীহ, নিরস্ত্র বাঙালি জাতির উপর যেভাবে নৃশংস ও ভয়াবহ গণহত্যা চালায় তা ইতিহাসে বিরল। গণহত্যার সেই বিভৎস স্মৃতিকে স্মরণ করে নিহতদের আত্মার প্রশান্তির জন্যই বাংলাদেশ সরকার দিনটিকে জাতীয়ভাবে পালনের উদ্যোগ নিয়েছে। আজকের এই লগ্নে সেদিনের গণহত্যায় নিহত সকল শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

বিভাগের সভাপতি ড. জি. এম. মনিরুজ্জামান বলেন, ‘২৫ মার্চ কালো রাতে ‘অপারেশন সার্চলাইট’র নামে নিরীহ বাঙালির উপর হায়েনার মত ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। হত্যাসহ অগনিত মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল সেই পিশাচরা। তাদের স্মরণেই আজকের এই মোমবাতি প্রজ্জ্বালন।’

/এফএএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?