X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিবিএ বিভাগ অনুমোদনের দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় ঘেরাও

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২২ মে ২০১৭, ২১:১০আপডেট : ২২ মে ২০১৭, ২১:১১

বিবিএ বিভাগ অনুমোদনের দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় ঘেরাও সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ (বিবিএ) অনুমোদনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন এবং ভিসি কার্যালয় ঘেরাও করে করেছে একই বিভাগের শিক্ষার্থীরা। সোমবার আন্দোলনরত শিক্ষার্থীরা গণস্বাক্ষর গ্রহণের মধ্য দিয়ে এ আন্দোলন শুরু করেন।
এদিন দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে ভিসি কার্যালয় ঘেরাও করে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. লায়লা পারভীন বানুর সঙ্গে বৈঠক করেন।
এ সময় ভিসি ডা. লায়লা পারভীন বানু আন্দোলনরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বিরুদ্ধে গণ বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলায় রায়ের জন্য অপেক্ষা করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ভিসি ডা. লায়লা পারভীন বানু বাংলা ট্রিবিউনকে বলেন,‘আগামীকাল মঙ্গলবার (২৩ মে) উচ্চ আদালতে এ মামলার শুনানি। শুনানির পর বিবিএসহ অন্যান্য বিভাগের অনুমোদন বিষয়ক সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আর মামলার রায়ের আগে ইউজিসির অনুমোদনের রিপোর্ট সম্পর্কে পরিষ্কারভাবে কিছু বলা যাচ্ছে না। তবে অনুমোদনসংক্রান্ত বিষয়ে গণ বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ভবিষ্যতের দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এবং তা এড়িয়ে যাওয়ার কোনও প্রশ্নই উঠে না।’ বিবিএ বিভাগ অনুমোদনের দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় ঘেরাও
বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শিক্ষার্থী আইভান বলেন,‘গণ বিশ্ববিদ্যালয় আর ইউজিসির মধ্যকার টানাটানির কারণে শিক্ষার্থীদের ভবিষৎ হুমকির মুখে। অনুমোদনের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুরু থেকেই উদাসীন ছিল। এখনও আছে।’
বিবিএ বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আবীর বলেন, ‘আন্দোলন চলছে, চলবে। আমাদের দাবি বিবিএ বিভাগের অনুমোদন চাই। আমরা আন্দোলন ভাঙচুর করার জন্য করছি না শুধু চার বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি চাই।’
প্রসঙ্গত, ২৬ এপ্রিল বিভিন্ন জাতীয় দৈনিকে ইউজিসি গণ বিশ্ববিদ্যালয়ের ৭ টি কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি না হওয়ার জন্য অনুরোধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে গণ বিশ্ববিদ্যালয় ইউজিসিকে উদ্দেশ করে ৩ মে কয়েকটি পত্রিকায় ‘গণ বিশ্ববিদ্যালয় নিয়ম মানে কিন্তু ঘুষ দেয় না’ শিরোনামে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর পাল্টা জবাবে ৯ মে কিছু জাতীয় পত্রিকায় ‘কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় গণ বিশ্ববিদ্যালয়ের নামে প্রকাশিত বিজ্ঞপ্তির বিষয়ে কমিশনের বক্তব্য’ শীর্ষক আবার নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউজিসি। সেখানে গণ বিশ্ববিদ্যালয়কে সরাসরি ইউজিসির কার্যালয়ে লিখিত কারণ বা অভিযোগের প্রমাণ পেশ করার আদেশ দেয়।
অপরদিকে, ইউজিসি সূত্রে জানা যায়, গণ বিশ্ববিদ্যালয় ইউজিসির অনুমোদন ছাড়াই ৭ টি কোর্স চালু করে শিক্ষার্থী ভর্তি করেছিল। কিন্তু ইউজিসি ওই কোর্সগুলো চালু করার কোনও অনুমোদন দেয়নি এবং ইউজিসি গণ বিশ্ববিদ্যালয়কে কোর্সগুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ করার নোটিশ দিলেও বিশ্ববিদ্যালয়টি তা বন্ধ করেনি বরং তারা হাইকোর্টে মামলা দায়ের করে। কিন্তু হাইকোর্টও তাদের মামলা খারিজ করে দিয়ে কোর্সগুলো বন্ধের নির্দেশ দেয়।
এ বিষয়ে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপ-পরিচালক জেসমিন পারভীন বাংলা ট্রিবিউনকে বলেন, আদালত থেকেই বিশ্ববিদ্যালয়টির ৭ টি কোর্সের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। এখানে আমাদের তো আর কিছু বলার নেই এবং তারা কোর্সগুলো আর চালাতেও পারবে না। তবে নতুন করে কোনও মামলা করেছে কিনা সে বিষয়ে আমার জানা নেই।
/এমডিপি/আরএআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে