X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৬

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে রাবিতে মানববন্ধন রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে আওয়ামী পন্থী শিক্ষকরা। সোমবার বেলা ১১টায় সিনেট ভবনের সামনে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা শরণার্থী হিসাবে পাশ্ববর্তী দেশ ভারতে আশ্রয় গ্রহণ করেছিলাম, শরণার্থীদের কষ্ট আমরা বুঝি। তাই আসুন, আমাদের যে খাদ্য আছে তা রোহিঙ্গাদের সঙ্গে ভাগাভাগি করি। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে চার লাখ রোহিঙ্গাদের একা বহন করা সম্ভব নয়।’ এ সময় তিনি সংকট নিরসনে বিশ্বমানবতাকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্ববাসীর কাছে আহ্বান জানাই, রোহিঙ্গাদের এ আশ্রয় যেন সাময়িক হয়। তাদের যেন শান্তপূর্ণভাবে দেশে ফিরে নেওয়া হয়, সে ব্যবস্থা গ্রহণ করা হোক।’

প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমদের সভাপতিত্বে মানববন্ধনে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, রোহিঙ্গা নির্যাতেনর প্রতিবাদে সকাল ১০ টার দিকে সিনেট ভবনের সামনে থেকে মৌনমিছিল বের করেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় সিনেট ভবনের সামনে আসে। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তরা রোহিঙ্গা সংকট নিরসনে জন্য সবাইকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক কেবিএম মাহবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপতথ্য রোধে ইতালির সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী
অপতথ্য রোধে ইতালির সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা
জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে পাঞ্জাবকে হারালো চেন্নাই
জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে পাঞ্জাবকে হারালো চেন্নাই
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পতাকা উত্তোলনের আহ্বান ছাত্রলীগের
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পতাকা উত্তোলনের আহ্বান ছাত্রলীগের
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের