X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এই অর্জন উন্নত বাংলাদেশ বিনির্মাণের পূর্বাভাস: রাবি উপাচার্য

রাবি প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ২১:০৪আপডেট : ২২ মার্চ ২০১৮, ২১:০৬

এই অর্জন উন্নত বাংলাদেশ বিনির্মাণের পূর্বাভাস: রাবি উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেছেন, ‘বাংলাদেশের এই অর্জন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দক্ষতা, সততা আর দূরদর্শী নেতৃত্বের কারণে। তার হাত ধরেই বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাচ্ছে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন এটি তারই পূর্বাভাস।’

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের সাফল্য অর্জন করায় রাবি কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই শোভাযাত্রা শুরু হয়।

উপাচার্য আরও বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের পর থেকে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এজন্য আমরা নির্ধারিত সময়ের আগেই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জন করতে পেরেছি।’

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৫৮টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, আবাসিক হলসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেয়।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
অননুমোদিত স্টিকারে ৩৬৩ মামলা, দুই হাজার গাড়ি ডাম্পিং: ট্রাফিক পুলিশ
অননুমোদিত স্টিকারে ৩৬৩ মামলা, দুই হাজার গাড়ি ডাম্পিং: ট্রাফিক পুলিশ
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি