X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শিক্ষক লাঞ্ছনা ও ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বশেমুরবিপ্রবির শিক্ষকদের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৬ মে ২০১৮, ১৭:০২আপডেট : ১৬ মে ২০১৮, ১৭:০৪

শিক্ষক লাঞ্ছনা ও ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বশেমুরবিপ্রবির শিক্ষকদের মানববন্ধন বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদ্রাসা শিক্ষকের মাথায় মল-মূত্র ঢেলে লাঞ্ছিত করা এবং ফিলিস্তিনে চলমান নৃশংস গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এক প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করেন। বুধবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনের ঢাকা-পিরোজপুর মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ কর্মসূচি থেকে ফিলিস্তিনে চলমান পৈশাচিক গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে জাতিসংঘসহ সংশ্লিষ্ট অন্যান্য স্থানিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ সমস্যার গণতান্ত্রিক সমাধানের জন্য অবদান রাখতে আহবান জানানো হয়।

সেখানে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে বক্তারা বলেন, সামন্তবাদী সৌদি আরব ও সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি সেনা বাহিনী এত বড় গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত তৈরিতে সকল মানবাতাবাদী মানুষের এক যোগে সোচ্চার হওয়া জরুরি।

এ ছাড়াও শিক্ষকবৃন্দের এ মানববন্ধন থেকে কাঁঠালিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু হানিফার উপর সংঘটিত নজিরবিহীন লাঞ্ছনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।

কর্মসূচিতে বক্তৃতা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের সভাপতি ড. মোঃ শাহজাহান, এসিসিই বিভাগের সভাপতি ড. দেবব্রত পাল এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমানসহ আরও অনেকেই।

শিক্ষক আবু হানিফাকে লাঞ্ছিত করার ঘটনায় প্রকৃত দোষীদের খুজে বের করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারি আজ সকালে গোপিনাথপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় মানববন্ধনের শুরুতে শিক্ষকবৃন্দ এক মিনিট নিরবতা পালন করেন এবং এ দুর্ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি প্রত্যাশা করেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সংসদে উঠলো পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল
সংসদে উঠলো পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল
তৃণমূলে দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা, চ্যালেঞ্জের মুখে বিএনপি
তৃণমূলে দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা, চ্যালেঞ্জের মুখে বিএনপি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া