X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

পরিবহন সংকটে কুবি শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ১৫:৩৪আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৫:৩৯
image

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি পরিবহন সংকটের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন। অথচ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের অগ্রিম বাসের যাতায়াত ভাড়া পরিশোধ করতে হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে অগ্রিম পরিবহন ফি আদায় করা হয়।

কুমিল্লা-বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ৬২৮০ জন শিক্ষার্থীর জন্য বাস রয়েছে মাত্র ১৩টি। যেখানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস চারটি। যার একটি প্রায় ছয় মাস যাবত বন্ধ ড্রাইভার না থাকার কারণে। বাকি ৯ টি বিআরটিসির ভাড়া করা বাস। বিশ্ববিদ্যালয়টিতে আবাসন সংকট থাকায় প্রায় ৮০ ভাগ শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে কুমিল্লা শহরে বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। এই বিপুলসংখ্যক শিক্ষার্থীদের যাতায়তের জন্য বাসগুলোর ধারণক্ষমতা সব মিলিয়ে প্রায় সাতশ। আর বাকি শিক্ষার্থীর জন্য নেই কোনও পরিবহন ব্যবস্থা। ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি শিক্ষার্থী যাতায়াত করছেন। অন্যদিকে বাস-মাইক্রোবাস মিলিয়ে মাত্র ৭ টি যান রয়েছে শিক্ষকদের যাতায়াতের জন্য। অ্যাম্বুলেন্স রয়েছে মাত্র একটি। কুবির একজন নারী শিক্ষার্থী জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ নারী শিক্ষার্থী বাসে যাতায়াত করে তার তুলনায় বসার জায়গা কম। তাই বাধ্য হয়ে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। আবার প্রায়শ দৌড়ে ঠেলাঠেলির মাঝে বাসে উঠতে না পেরে সিএনজিতে আসতে গিয়ে নানান বিড়ম্বনায় ও হয়রানির মধ্যে পড়তে হয়। শিক্ষার্থীরা আরও জানান, প্রয়োজনের তুলনায় বাসের সংখ্যা খুবই কম হওয়ায় অনেকটা ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের। বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার ক্ষেত্রে প্রতিনিয়তই দরজায় ঝুলে যাতায়াত করে শিক্ষার্থীরা। এতে প্রায়শই ছোটখাটো দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। আর বিআরটিসির বাস প্রায়শই মাঝরাস্তায় নষ্ট হয়ে যায়,ড্রাইভাররাও বেশ বেপরোয়া বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, সম্প্রতি আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শিহাব উদ্দিন এবং ইংরেজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বিআরটিসি বাসে উঠতে গিয়ে গুরুতর আহত হয়। এ প্রসঙ্গে আইন বিভাগের ২য় বর্ষের ভুক্তভোগী শিক্ষার্থী শিহাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, বিআরটিসির বাসে উঠতে গিয়েই আমি এখন ঠিকমত হাঁটতে পারিনা। কিছুদিন আগে আরেকজন আহত হলো। আমি চাই না আর কারও আমাদের মতো অবস্থা হোক। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনার প্রধান সমন্বয়ক এবং প্রক্টর ড. কাজী মো. কামালউদ্দিন জানান, এ সমস্যা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই। এ সমস্যার দ্রুত সমাধানের জন্য উপাচার্য মহোদয় বেশ আন্তরিক। বিশ্ববিদ্যালয়ের তহবিলে অর্থ সংকট থাকায় উপাচার্য মহোদয় ইউজিসির সঙ্গে কথা বলে নতুন বাস কেনার উদ্যোগ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের বলেন, পরিবহন সংকটের কারণে শিক্ষার্থীদের নানা রকম দুর্ঘটনায় পড়তে হচ্ছে। আমরা এ সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করছি। ইতোমধ্যে একটি বাসের চেসিস জাপান থেকে চলে এসেছে এটার বডি নির্মাণের কাজ চলছে। দুই মাসের মধ্যে এই বাসটি চলে আসবে। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী বহরে নতুন বাস আনার জন্য অতিসত্তর দরপত্র আহবান করা হবে। নতুন বাস পরিবহনের জন্য যোগ হলে কিছুটা হলেও শিক্ষার্থীদের ভোগান্তি কমে আসবে।

এফএএন/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেনজীর ও তার পরিবারের আরও সম্পত্তি ক্রোকের নির্দেশ
বেনজীর ও তার পরিবারের আরও সম্পত্তি ক্রোকের নির্দেশ
রাইসির মৃত্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘দায়’!
রাইসির মৃত্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘দায়’!
বাংলাদেশের বক্সার উৎসবের দারুণ জয়
বাংলাদেশের বক্সার উৎসবের দারুণ জয়
ঘূর্ণিঝড় রিমাল: ২৪ ঘণ্টা বন্ধ থাকবে বঙ্গবন্ধু টানেল
ঘূর্ণিঝড় রিমাল: ২৪ ঘণ্টা বন্ধ থাকবে বঙ্গবন্ধু টানেল
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী