X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মাভাবিপ্রবিতে নির্বাচনি হাওয়া

মাভাবিপ্রবি প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৫১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৪
image

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে দোরগোড়ায়। এ নির্বাচনকে ঘিরে দেশের মানুষের আগ্রহের যে কমতি নেই তা বর্তমান সময়ে রাস্তা-ঘাটে, বাস-ট্রেনে, চায়ের দোকানসহ আড্ডায় কথাবার্তা শুনলে সহজেই বোঝা যায়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যেও ইতোমধ্যে নির্বাচনি হাওয়া লেগেছে। ক্যান্টিন, ক্যাফেটেরিয়া, বিভিন্ন ঝুপড়ি, আবাসিক হলের পাশে দোকানগুলোতে শিক্ষার্থীদের আড্ডার বিষয়বস্তু হয়ে উঠেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন।

মাভাবিপ্রবিতে নির্বাচনি হাওয়া

ভোট একটি রাষ্ট্রের নাগরিকের গণতান্ত্রিক অধিকার। জাতীয় সংসদ নির্বাচনে এ ভোট প্রয়োগ করার অধিকার ৫ বছর পর একবারই আসে নাগরিকের কাছে। এ জন্যই দেশের সাধারণ মানুষসহ শিক্ষার্থীদের কাছে বিশেষ করে এবার নতুন ভোটারদের কাছে এ নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যারা এবার প্রথমবারের অটো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, তাদের আড্ডার বিষয়বস্তু এখন আসন্ন নির্বাচনের হালচাল। 

এবারের নির্বাচনে মোট ভোটারের প্রায় ২২ শতাংশ ভোটার প্রথমবারের মতো ভোট প্রদান করবেন, যাদের একটি বড় অংশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। অনেকেই মনে করছেন, এ নির্বাচনের হার-জিতের ব্যবধান গড়ে দেবে এ নতুন ভোটাররা। এই তরুণ ভোটারদের ভোট পেতে হলে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি, মত প্রকাশের স্বাধীনতা, মাদকমুক্ত দেশ, সুশাসন প্রতিষ্ঠা, মেধার ভিত্তিতে সরকারি চাকুরিতে নিয়োগ প্রদান এবং বেকারত্ব নিরসনে কাজ করতে হবে। মাভাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের আড্ডায় এমন বিষয়গুলো উঠে আসছে।

অধিকাংশের মতে তখনই নাগরিকের ভোটের গুরুত্ব প্রতিষ্ঠা পাবে যখন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আর নাগরিকের ভোটে যখন কোনও প্রতিনিধি নির্বাচিত হবেন, তখন তার জবাবদিহিতার একটা জায়গা তৈরি হবে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুর রহমান এবার প্রথমবারের মতো দেবেন ভোট। তিনি বলেন, ‘কোনও প্রশ্নবিদ্ধ বা প্রহসনমূলক নির্বাচন যেন না হয়, আমরা যেন সুষ্ঠুভাবে নির্বিঘ্নে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারি- এটাই চাওয়া। নির্বাচন কমিশনকে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। নির্বাচনের পরিবেশ নষ্ট করলে কিংবা আচারণবিধি ভঙ্গ করলে সে যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী সজিব আহমেদ বলেন, ‘নির্বাচনের সময় প্রার্থীরা অনেক উন্নয়নের আশ্বাস দেন, বাস্তবিক পক্ষে তা কিছুই হয় না। নির্বাচনে সব প্রার্থীদে্র এই রাজনীতি বন্ধ করতে হবে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক শাহাদাত হোসেন বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ কোনও নির্বাচনকেন্দ্রিক সংগঠন নয়, এটা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে মাঠে থেকে যা যা করা দরকার তা সর্বোচ্চ করবে। নির্বাচন পরবর্তী সময়ে ক্যাম্পাসে যেন কোনও প্রকার অপশক্তি অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকব এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করব আমরা। এছাড়া ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ে তাদের পাশে থেকে কাজ করে যাব।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক কর্মী বলেন, ‘আমরা সবসময় ক্যাম্পাসে সহ-অবস্থান এবং যেকোনও প্রগতিশীল সংগঠনের জন্য সভা সমাবেশ উন্মুক্ত রাখার চেষ্টা করবো। ছাত্র-সংসদ নির্বাচন এবং হলগুলোতে ছাত্রসংসদ নির্বাচন নিয়ে আমরা কাজ করে যাব। শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং হলগুলোতে মেধা অনুসারে আসন বন্টন নিশ্চিতকরণে আমরা কাজ করে যাব। বাকস্বাধীনতা নিশ্চিতকরণে আমরা সোচ্চার থাকব।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
সিলেটে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে নিগার-মারুফাদের একবেলা
সিলেটে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে নিগার-মারুফাদের একবেলা
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
বরিশালে গরমে শ্রেণিকক্ষে ৫ শিক্ষার্থী অসুস্থ
বরিশালে গরমে শ্রেণিকক্ষে ৫ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ