X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সিআইইউতে হাই স্পিড ইন্টারকানেক্ট শীর্ষক সেমিনার

ক্যাম্পাস রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৯, ১১:২৭আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৪:৩২
image

কম্পিউটার, সেলুলারফোন, সার্ভার কিংবা গেইমিং কনসোল। হাই-স্পিড ইন্টারকানেক্টের সঙ্গে এই বিষয়গুলো যেন জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তথ্যপ্রযুক্তির ডানা মেলা বর্তমান দুনিয়ায় মানুষের সঙ্গী এখন ইন্টারনেট।

সিআইইউতে হাই স্পিড ইন্টারকানেক্ট শীর্ষক সেমিনার

সেকেন্ডর সঙ্গে পাল্লা দিয়ে তাই সবারই চাওয়া নিজেকে আপডেটেড রাখা। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হলো ‘হাই-স্পিড ইন্টারকানেক্ট: ইন্ট্রোডাকশন অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনার।

৯ জানুয়ারি বিকেলে নগরের জামালখান ক্যাম্পাসের অডিটোরিয়ামে সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে শিক্ষার্থীরা ছাড়াও ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন কানাডার অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) সেক্টরের সিনিয়র অ্যানালগ ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ এরশাদুল কবীর।

তিনি খুব ছোট ছোট বাক্যে ইন্টারকানেক্টের হাই-স্পিডের বিষয়গুলো সহজভাবে উপস্থিত দর্শকদের কাছে তুলে ধরেন। পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে চিত্র দিয়ে ব্যাখ্যা করেন ধারণাটি।

ড. মোহাম্মদ এরশাদুল কবীর বলেন, ‘প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে। কম্পিউটার কিংবা টেলিভিশনের গ্রাফিক্স ইউনিট থেকে ছবি ভেসে উঠছে পর্দায়। দিন যত যাবে ছবি কিংবা শব্দের গতি আরও দ্রুত সময়ের মধ্যে পৌঁছানোর কৌশল আসবে।’

দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণের মাধ্যমে এই সেক্টরে প্রতিযোগিতায় নামতে হবে। হাই-স্পিড শাখায় ডিজাইন তৈরি করার মতো বাংলাদেশে অভিজ্ঞ লোকজনের ভিষণ অভাব রয়েছে বলে বক্তব্যে উল্লেখ করেন এই গবেষক।

সভাপতির বক্তব্যে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খান বলেন, ‘বাংলাদেশে এই বিষয়ে গবেষণার প্রচুর সুযোগ রয়েছে। আমি মনে করি সব ধরনের সহযোগিতা পেলে নতুনরা হাই-স্পিড ইন্টারকানেক্ট সেক্টরে চমক লাগিয়ে দেবে।’

অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক ড. আসিফ ইকবালের প্রাণবন্ত উপস্থাপনা হলভর্তি দর্শকদের নজর কাড়ে। সেমিনারে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক রাইসুল ইসলাম রাসেল, প্রভাষক রিজয়ানুল আরেফীন নিয়ন, রবিউল হোসাইন, মোরশেদ আলম, হাবীবুর রহমানসহ আরও অনেকে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে