X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সৌন্দর্যবর্ধন প্রকল্পে পাল্টে যাচ্ছে কুবি

কুবি প্রতিনিধি
২৭ মে ২০১৯, ১৮:০০আপডেট : ২৭ মে ২০১৯, ১৮:১৩
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলছে অর্ধ কোটি টাকা বাজেটের সৌন্দর্যবর্ধনের কাজ। সাথে দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তা। দ্রুতগতিতে এগিয়ে চলা এসব প্রকল্পে পাল্টে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ চিত্র।

সৌন্দর্যবর্ধন প্রকল্পে পাল্টে যাচ্ছে কুবি
বিশ্ববিদ্যালয়টিতে এর আগে নানা ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হলেও সৌন্দর্যবর্ধনের জন্য এমন আলাদা বৃহৎ প্রকল্প নেওয়া হয়েছে এই প্রথম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আবু তাহের জানান, ‘প্রকল্পটিতে সৌন্দর্যবর্ধনে ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ টাকা এবং রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে দুই কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের চিত্র পাল্টে যাবে।’  
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, প্রধান ফটক থেকে শুরু করে শহীদ মিনার সর্বত্রই নতুন এই প্রকল্পের কর্মীরা সংশ্লিষ্ট সাজসরঞ্জাম নিয়ে কর্মতৎপর সময় কাটাচ্ছেন। সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মুহাম্মদ সোহরাব উদ্দীন জানান, এই প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকসজ্জা, ক্যাম্পাসজুড়ে বিভিন্ন গাছের নিচে ও খোলা জায়গায় বসার জন্য পাকা স্থাপনা, কেন্দ্রীয় খেলার মাঠ ও শহীদ মিনার সংলগ্ন বাগানে পানি দেওয়ার সুবিধার্থে পানির পাম্প স্থাপন, প্রশাসনিক ভবনের সামনে নতুন বাগান, গোলচত্ত্বর, মুক্তমঞ্চসহ বেশ কিছু দৃষ্টিনন্দন স্থাপনা রয়েছে। একই সময়ে অভ্যন্তরীন রাস্তা প্রশস্তকরণ ও নতুন রাস্তা তৈরীর কার্যক্রম এগিয়ে চলেছে। এছাড়াও শীঘ্রই নান্দনিক মূল ফটক নির্মান কাজ শুরু হবে।

সৌন্দর্যবর্ধন প্রকল্পে পাল্টে যাচ্ছে কুবি
এদিকে প্রকল্পের কাজ দৃশ্যমান হওয়ায় শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা সাধুবাদ জানিয়েছেন। তবে শিক্ষার্থীরা চান প্রকল্প যেন ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখে সম্পন্ন করা হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মনির হোসাইন রনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এই কাজ চলায় আমরা খুব খুশি। আমাদের বিশ্ববিদ্যালয়ের আসল আকর্ষণ হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য। আশা করছি তা অক্ষুণ্ন রেখেই কাজ করা হবে।’
প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপারে মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘রাস্তা প্রশস্ত করতে গিয়ে নিরুপায় হয়ে এক-দুইটি গাছ কাটতে হয়েছে। তবে যথাসম্ভব প্রাকৃতিক পরিবেশ নষ্ট না করে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
প্রকল্প নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘এতদিন যে উন্নয়নের কথা বক্তৃতায় বলে এসেছি, সেই উন্নয়ন এখন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ে দৃশ্যমান উন্নয়ন শুরু হয়েছে। সবাইকে একসঙ্গে নিয়েই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া হবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
চট্টগ্রামে ফিশারিজ সেন্টারের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে ফিশারিজ সেন্টারের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের